shono
Advertisement
Nita Ambani

গোলাপি শাড়িতে নজরকাড়া নীতা আম্বানি, হিরেখচিত ঘড়ি-গয়নার দাম জানেন?

বারবার যে কোনও অনুষ্ঠানে চর্চায় উঠে এসেছে নীতা আম্বানির শাড়ি থেকে গয়না।
Published By: Arani BhattacharyaPosted: 10:23 PM Jan 06, 2026Updated: 10:23 PM Jan 06, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্যাশনের আরেক নাম নীতা আম্বানি। তাঁর স্টাইল স্টেটমেন্ট যেন বরাবর ফ্যাশন দুনিয়ায় নতুন সংজ্ঞা তৈরি করেছেন। বারবার যে কোনও অনুষ্ঠানে চর্চায় উঠে এসেছে নীতা আম্বানির শাড়ি থেকে গয়না। এবারও তার ব্যতিক্রম হল না।

Advertisement

সম্প্রতি মহিলা ক্রিকেট দল, দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দল ও পুরুষ ক্রিকেট দলের জিতের পর একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন নীতা আম্বানি নিজেই। সেই অনুষ্ঠানে গোলাপি শাড়িতে সেজে এসেছিলেন নীতা। যা বরাবরের মতোই এবারও চর্চায়।এদিন নীতার এই লুক দেখে চোখ ফেরাতে পারছেন না কেউই। গোলাপি শাড়ির সঙ্গে মানানসই গয়না, ঘড়িতে নজর কেড়েছেন তিনি। নীতার সাজের পাশাপাশি একইসঙ্গে তাঁর সেই ঘড়ি-গয়না নিয়েও কম চর্চা হচ্ছে না সোশাল মিডিয়ায়। তার আরও একটি কারণ হল সেই সবকিছুই প্রায় হিরে খচিত।

 

গোলাপি শাড়ির সঙ্গে নীতা গলায় পরেছেন মানানসই রুপো ও মুক্তো দিয়ে বানানো নেকলেস। হাতে পরেছেন হিরে বসানো ব্রেসলেট। হাতের আঙুলে জ্বলজ্বল করছে হিরের আংটি। এমনকী নীতার হাতের ঘড়িটিতেও বসানো রয়েছে হিরে। যা দেখে দাম নিয়ে কৌতূহলী নেটপাড়া। নীতার গয়না বা এই বিশেষ ঘড়ির দাম কত জানেন? শোনা যাচ্ছে, নীতার হাতের হিরেখচিত ওই ঘড়ির দাম নাকি প্রায় ৫ কোটি ৪১ লক্ষ টাকা। আর তাঁর হাতের হিরে ও মুক্তোখচিত ব্রেসলেটের দামও নাকি কয়েক কোটি টাকা। ইতিমধ্যেই নীতা আম্বানির ওই ইভেন্টের ছবি ও ভিডিও ভাইরাল হিয়েছে সোশাল মিডিয়ায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সম্প্রতি মহিলা ক্রিকেট দল, দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দল ও পুরুষ ক্রিকেট দলের জিতের পর একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন নীতা আম্বানি নিজেই।
  • সেই অনুষ্ঠানে গোলাপি শাড়িতে সেজে এসেছিলেন নীতা।
  • যা বরাবরের মতোই এবারও চর্চায়।এদিন নীতার এই লুক দেখে চোখ ফেরাতে পারছেন না কেউই।
Advertisement