সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনখারাপ তো চায়ে চুমুক। আনন্দ হলেও মন বলে চা চাই? শুধু চায়ের কাপে চুমুক কেন, এবার গায়েও মাখতে পারেন। চা-প্রেমীদের জন্য বিশেষ সুগন্ধী আনল ইতালির সংস্থা প্রাডা। কোলাপুরী চপ্পলের পর সুগন্ধীর দামও আকাশছোঁয়া। মধ্যবিত্তের নাগালের বাইরে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
প্রাডা সম্প্রতি তাদের নতুন সুগন্ধীর সঙ্গে সকলের পরিচয় করায়। অফিসিয়াল ওয়েবসাইটে নাম, দাম এবং ছবি দিয়েছে সংস্থা। যার পোশাকি নাম 'ইনফিউশন দে সন্তল চায়ে'। সুগন্ধী রং দুধ চায়ের মতো। আর গন্ধ এলাচ দেওয়া চায়ের মতো। পারফিউমটি একেবার স্বচ্ছ। চা-প্রেমী মানুষ এই সুগন্ধী কেনার জন্য উদগ্রীব। তাঁদের মতে, "কফির মতো সুগন্ধী থাকলে, চা-ই বা বাদ যাবে কেন?" তবে কেউ কেউ নাক সিঁটকোচ্ছেন। তাঁদের বক্তব্য, "সুগন্ধী বলতে কোনও ফুলের সুবাস। খামোখা চায়ের গন্ধ মাখবই বা কেন?" আবার কেউ কেউ রসিকতা করছেন। তাঁরা বলছেন, "এবার হয়তো বিরিয়ানির সুগন্ধিও আসবে, তার অপেক্ষায় আছি।"
চা-প্রেমীরা অবশ্য প্রাডার এই সুগন্ধী একবার ব্যবহার করার ইচ্ছাপ্রকাশ করেছেন। কিন্তু দাম শুনেই পকেটে ছ্যাঁকা। কারণ, ১০০ মিলিলিটারের এই সুগন্ধীর দাম ১৯০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় ১৭ হাজার ৮০ টাকা। তা মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে। এর আগে প্রাডার এক জোড়া কোলাপুরী চপ্পলের দাম শুনে চোখ কপালে উঠেছিল অনেকের। চপ্পলের দাম ছিল ৯৩০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রার নিরিখে ৮৩ হাজার টাকা। যা নিয়ে বেশ শোরগোল পড়ে যায়। বিখ্যাত ইটালীয় সংস্থা ভারতের কোলাপুরি চপ্পলের নকশা হুবহু নকল করে নতুন স্যান্ডেল তৈরি করেছিল। অথচ ঋণ স্বীকারের প্রয়োজনীয়তাও মনে করেনি সংস্থাটি। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছিলেন ভারতের ফ্যাশন জগতের নামী ব্যক্তিত্বরা। পরে অবশ্য চাপের মুখে নতিস্বীকার করে প্রাডা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার 'চায়ে পে চর্চা'র কেন্দ্রবিন্দুতে প্রাডার চা সুগন্ধী।
