shono
Advertisement
Razor Burn Relief

ত্বকে রেজার চালালেই একগুচ্ছ সমস্যা? জ্বালা মিটবে এই ৫ সহজ উপায়ে

জেনে নিন কীভাবে মুক্তি পাবেন এই সমস্যা থেকে।
Published By: Arani BhattacharyaPosted: 09:55 PM Jan 02, 2026Updated: 09:55 PM Jan 02, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুন্দর মোলায়েম ত্বক পেতে কার না ভালো লাগে? তবে ত্বক সুন্দর দেখাতে যেমন নানা 'এক্সপেরিমেন্ট' করা হয় তারপর ত্বকের সঠিক যত্নও প্রয়োজন। সেভাবেই রোমহীন সুন্দর পা পেতে অনেকেই চটজলদি সমাধান হিসেবে ভরসা রাখেন রেজারের উপর। কিন্তু ত্বকে রেজার চালানোর পর নানা সমস্যা দেখা দেওয়ার মতো ঘটনার শিকার হন অনেকেই। জেনে নিন কীভাবে মুক্তি পাবেন এই সমস্যা থেকে।

Advertisement

ত্বকের যে কোনও সমস্যা মেটাতে ভরসা অ্যালোভেরা। ত্বকে রেজার চালনোর পর যে কোনও সমস্যা দেখা দিলে চটজলদি সমস্যা দেখা দিলে তার সমাধান করুন এই উপায়ে। এতে থাকা ভিটামিন এ, সি এবং ই ত্বকের জন্য বিশেষ উপকারী। যা রেজার ব্যবহারের পর ত্বকে ১৫-২০ মিনিট রাখলেই মিলবে সমাধান।

অনেকেরই ত্বকে রেজার চালানোর পর র‍্যাশ ও ত্বক জ্বালা করার মতো নানা সমস্যা দেখা দেয়। এই সমস্যার খুব সহজ সমাধান হিসেবে ব্যবহার করতে পারেন বরফ। বাড়িতে থাকা বরফ শুকনো কাপড়ে মুড়ে নিয়ে ত্বকের যে অংশে প্রদাহ ও র‍্যাশ দেখা দিচ্ছে সেখানে বরফ দিলে অনায়াসেই সমাধান পাবেন।

আরও এক সহজ সমাধান হল এক্ষেত্রে নারকেল তেল। ত্বকে রেজর চালানোর পর প্রদাহ বা র‍্যাশে নারকেল তেল ম্যাজিকের মতো কাজ করে। তাই এই সমস্যার সমাধানে দিনে ২-৩ বার নারকেল তেল ব্যবহার করলেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন।

মধু এমনিতেই ত্বকের জন্য উপকারী। আর ত্বকে রেজর ব্যবহারের পর যে কোনও সমস্যার সমাধানে মধু ব্যবহার করতে পারেন। রেজর ব্যবহার করতে গিয়ে ছোটখাটো ক্ষত হলে তাতেও সমানভাবে উপকার দেবে মধু।

ত্বকে আরাম পেতে শশা বিশেষভাবে উপকারী। এতে থাকা ভিটামিন কে-সহ নানা উপাদান ত্বকে রেজর ব্যবহারের পরের প্রদাহ কমাতে সাহায্য করে। তাই আপনি এই সমস্যায় পড়লে অনায়াসে শশা কেটে ব্যবহার করতে পারেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ত্বকের যে কোনও সমস্যা মেটাতে ভরসা অ্যালোভেরা।
  • ত্বকে রেজার চালনোর পর যে কোনও সমস্যা দেখা দিলে চটজলদি সমস্যা দেখা দিলে তার সমাধান করুন এই উপায়ে।
  • এতে থাকা ভিটামিন এ, সি এবং ই ত্বকের জন্য বিশেষ উপকারী।
Advertisement