সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের 'বাদশাহ' বলে কথা! অভিনয়ের বাইরে তাঁর চলনবলন, ফ্যাশন, স্টাইল, কথা বলার ধরন - সবই নজরকাড়া। উনষাটেও তিনি তরুণ! কী সেলুলয়েডে, কী বাস্তবে। দেশ-বিদেশের নানা জমকালো ইভেন্টে তিনি থাকা মানেই অন্য মাত্রা নিঃসন্দেহে। এবার অষ্টাদশ আইপিএলের উদ্বোধনী মঞ্চে সেই শাহরুখ খানের উজ্জ্বল উপস্থিতি। কলকাতা শহরে ক্রিকেটের নন্দনকাননে ছড়ালেন হীরের দ্যুতি। শনি-সন্ধ্যায় হালকা ভেজা ইডেনের আঁধারঘেরা মঞ্চে আলো ছড়িয়ে এলেন কিং খান। কালো পোশাক, কালো সানগ্লাসের পাশাপাশি শাহরুখের নেকলেসটি বিশেষভাবে নজর কাড়ল। বহু কুচি হিরে দিয়ে তৈরি সরু নেকলেস যেন তাঁর 'মণিহার'। এ যেন তাঁকেই সাজে!

আইপিএলের উদ্বোধনী মঞ্চে বিরাট কোহলিকে ডেকে নিলেন কিং খান।
কিং খানের ফ্যাশন দেখে মুগ্ধ হননি, এমন সিনেপ্রেমী মানুষ বোধহয় খুব কমই আছেন। ইদে সাদা পাঠানি পোশাক কিংবা কোনও অনুষ্ঠানে গাঢ় রঙের স্যুট অথবা বডি-হাগিং টিশার্টস, জিনস - সবেতেই তিনি আকর্ষণীয়। বিশেষত মহিলা অনুরাগীদের কাছে। সুপারহিট 'পাঠান'-এর পর তো SRK-র পনিটেল এতটাই ট্রেন্ডিং হয়েছিল যে বিভিন্ন বয়সি পুরুষরা তেমন হেয়ারস্টাইল করেছিলেন। তবে আইপিএল-১৮ সিজনে কলকাতার উদ্বোধনী অনুষ্ঠানে নজর আটকে গেল শাহরুখের নেকলেসে। শ্বেতশুভ্র হিরে বসানো হার, যার দ্যুতিতেই ভরে উঠেছে স্টেডিয়াম। উদ্বোধনী ভাষণের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে মঞ্চে ডেকে নিজের সিনেমার 'ঝুমে জো পাঠান' যখন কোমর দোলালেন শাহরুখ, তখন যেন হীরক হারের প্রতিফলন যেন জাদু তৈরি করল!
খোঁজখবর নিয়ে জানা গেল, নেকলেসটি নিজে পছন্দ করে কিনেছেন কিং খান। ১৮ ক্যারাট প্ল্যাটিনামের চেনের উপর হিরে বসানো হয়েছে। দাম পড়েছে ৭৫ লক্ষ টাকা। শাহরুখ খানের পছন্দের হার বলে কথা! আপনি কিনতে চাইলে দাম অবশ্য প্রায় দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু প্রশ্ন উঠছে, এত হিরে বসানো হার কেন পরেছেন তিনি? শুধুই কি শখে? নাকি জ্যোতিষীর কথায়? এই বয়সেও বলিউড বাদশাহর ঈর্ষণীয় কেরিয়ারে যাতে এতটুকুও অশুভ আঁচ না পড়ে, তাই জন্যই এই 'মণিহার'? প্রশ্ন হাজার। উত্তর জানার তেমন দরকারও নেই। প্রিয় খানের স্টাইল স্টেটমেন্টটাই যে সব উত্তরের ঊর্ধ্বে।