shono
Advertisement
Summer Fashion

গামছা পাড় শাড়ি থেকে সুতির ফ্লাওয়ার ড্রেস, গরমেও 'কুল' সাজপোশাকের ফ্যাশন টিপস

কীভাবে সাজবেন? রইল টিপস।
Published By: Sandipta BhanjaPosted: 05:38 PM May 03, 2025Updated: 08:43 AM May 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে ভ্যাপসা গরম। উপরন্তু সুয্যিমামার চোখরাঙানি। কিন্তু তাই বলে তো আর ফ্যাশন থেকে দূরে থাকা যায় না, তাই না? আর গরম দুয়ারে কড়া নাড়তে না নাড়তেই ফ্যাশন ডিজাইনাররা রকমারি সামার কালেকশনের সম্ভার নিয়ে হাজির। অনেকে নিত্যনতুন এক্সপেরিমেন্টও করছেন। বন্ধুদের সঙ্গে কফিশপে যাওয়া, আড্ডা দেওয়া, এসব তো প্রতিদিনের রোজনামচা। তাই চাই ক্যাজুয়াল পোশাক। ইরানি মিত্রও তাঁর সামার কালেকশন নিয়ে হাজির। সঙ্গী রায়তী ভট্টাচার্য।

Advertisement

এই গরমে সুতির ম্যাটেরিয়ালের হাইনেক নীল ড্রেসটি দিনের বেলা যে কোনও পার্টির জন্য বেছে নিতে পারেন। গোটা পোশাকে নীল সুতো এবং সোনালি পারের জরদৌসি প্যাচওয়ার্ক করা। ফলে হালকা রঙের জন্য চোখের আরাম হলেও এমব্রয়ডারি পোশাকে থাকা সোনালি রং একটা পার্টি লুক ক্রিয়েট করেছে। ড্রেসের কাটেও নতুনত্ব রয়েছে। আবার এখন বৈশাখ মাস। চলছে বিয়ের মরশুম। এই সময়ে বন্ধু-বান্ধব বা আত্মীয় স্বজনের বিয়ে লেগেই থাকে। আর বিয়ে মানেই মেহেন্দি, ককটেল পার্টি কিংবা আইবুড়ো ভাত, ব্যাচেলর পার্টির অনুষ্ঠান। কিন্তু ভ্যাপসা গরমে অনেকেই চিন্তায় থাকেন, কী পরবেন, কী পরবেন না? কুছ পরোয়া নেহি! ইরানি মিত্র কালেকশনের হ্যান্ডলুম সুতি আর টিস্যু ম্যাটেরিয়ালের সবুজ লেহেঙ্গা দিব্যি বেছে নিতে পারেন। একে গরমকালে সুতি সবথেকে আরামদায়ক। উপরন্তু টিস্যু ম্যাটেরিয়ালও বেশ হালকা। তাই এই পোশাক ক্যারি করতে বিন্দুমাত্র অসুবিধে হবে না।

পারিবারিক গেট টুগেদার কিংবা অফিসের কোনও পার্টিতে যাওয়ার জন্য বেছে নিতে পারেন হালকা সাদা হ্যান্ডলুম শাড়ি। তার সঙ্গে অফ শোল্ডার ব্লাউজ দিব্যি মানিয়ে যাবে। আর এই শাড়ি-ব্লাউজে কালো গামছার পার অতিরিক্ত মাত্রা যোগ করেছে। গলায় একটা স্টেটমেন্ট নেকপিস। আর খোলা চুল। হালকা মেকআপ আর লিপস্টিক। ব্যস, একদম পার্টি রেডি লুক! ইরানি মিত্র কালেকশনে এই ধরনের রকমারি সুতির শাড়ি-ব্লাউজ পেয়ে যাবেন। বন্ধুদের সঙ্গে পাব বা রেস্তরাঁর প্ল্যান থাকলে চোখ বন্ধ করে বেছে নিতে পারেন সুতির ফ্লাওয়ার ড্রেস। উপরন্তু হলুদ নেটের সাহায্যে ফুলেল ডিজাইন তৈরি করা হয়েছে এই পোশাকে, যা কিনা আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে এই জামাকে। ঠিক যেমন রায়তী ভট্টাচার্য ভেবেছেন, সন্ধে বা দিনের বেলা কোনও অনুষ্ঠানের জন্য ধূসর রঙের শর্ট ড্রেসটি একেবারে পারফেক্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এই গরমে সুতির ম্যাটেরিয়ালের হাইনেক নীল ড্রেসটি দিনের বেলা যে কোনও পার্টির জন্য বেছে নিতে পারেন।
  • পারিবারিক গেট টুগেদার কিংবা অফিসের কোনও পার্টিতে যাওয়ার জন্য বেছে নিতে পারেন হালকা সাদা হ্যান্ডলুম শাড়ি।
Advertisement