shono
Advertisement

ফিল্মি কায়দায় হামলা রামনগরের শপিং মলে! মালিককে এলোপাথাড়ি কোপ যুবকের

সিসিটিভি ফুটেজ দেখে আটক মানসিক ভারসাম্যহীন এক যুবক।
Posted: 05:40 PM Feb 14, 2023Updated: 05:43 PM Feb 14, 2023

রঞ্জন মহাপাত্র, কাঁথি: ফিল্মি কায়দায় দুষ্কৃতী হামলা পূর্ব মেদিনীপুরের রামনগরের শপিং মলে (Shopping Mall)। শান্তভাবে মলে ঢুকে কেনাকাটা করতে করতে আচমকাই হাতে কাঁচি নিয়ে এক অজ্ঞাত পরিচয় যুবক মলের মালিককে এলোপাথাড়ি কোপায়। রামনগর (Ramnagar) থানায় খবর পাঠানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীকে আটক করে। পুলিশ সূত্রে খবর, সে মানসিক ভারসাম্যহীন। তাই তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। তবে এই ঘটনায় সন্ত্রস্ত শপিং মল ও আশপাশের মানুষজন। তাঁরা পুলিশের উদাসীনতাকেই দায়ী করছেন।

Advertisement

দিন কয়েক আগে এক দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায় রামনগরের এসকেআর রানিসাই শপিংমলের মালিকের উপর। হাতে কাঁচি নিয়ে এলোপাথাড়ি কোপ চালাল শপিংমলের মালিকের উপর। এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের (East Midnapore) রামনগর থানার রানিসাই এলাকা জুড়ে। সম্প্রতি সিসিটিভি ফুটেজ  (CCTV Footage) এসেছে পুলিশের হাতে। তাতে দেখা গিয়েছে, হঠাৎ করেই শপিংমলে ঢুকে পড়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ম্যানেজারের কাছে গিয়ে খোঁজ নেয়, মালিক কোথায়? ম্যানেজারের সঙ্গে কথা বলার মাঝেই মালিক ঢোকেন মলটিতে।

[আরও পডুন: SSC Scam: ‘বিদ্যাসাগর এগিয়েছিলেন, পার্থ শিক্ষাকে পিছিয়েছেন ১০০ বছর’, আদালতে মন্তব্য ইডির]

অভিযোগ, তিনি প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তাঁর উপর অতর্কিতে হামলা চালায় ওই যুবক। ঘটনার দিন খবর দেওয়া হয় স্থানীয় রামনগর থানায়। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। জানতে পারে, যে যুবক অতর্কিতে আক্রমণ চালিয়েছিল, সে মানসিকভাবে ভারসাম্যহীন। বাড়ি রামনগর থানার মিরগোদায়। ওই পরিবারের লোকজনও জানায়, ওই ছেলেটি মানসিক ভারসাম্যহীন। তাই না বুঝে এমন আক্রমণ করেছে। তবে তার এই হামলার নেপথ্যে বিশেষ কোনও ষড়যন্ত্র আছে কিনা, তা নিয়েই উঠছে প্রশ্ন।

[আরও পডুন: নাড্ডাকে স্বাগত বিক্ষুব্ধ বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়! ভাইরাল ছবি ঘিরে তুঙ্গে জল্পনা]

পূর্ব মেদিনীপুরের রামনগর এলাকায় রয়েছে বিভিন্ন শপিংমল-সহ অনেক বড় দোকান। এভাবে প্রকাশ্য দিবালোকে অতর্কিত হামলায় উঠছে একাধিক প্রশ্ন। রানিসাই শপিং মলের কর্মীরা এই ঘটনার পর ভয়ে সন্ত্রস্ত। অনেকেই পুলিশের উদাসীনতাকেই দায়ী করেছেন। আগামী দিনে এরকম অপ্রীতিকর ঘটনা রুখতে পুলিশকে আরও সক্রিয় হতে হবে বলে মনে করেন  শপিং মলের মালিক থেকে কর্মীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার