সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে কলকাতা মেডিক্যাল কলেজে (Kolkata Medical College and Hospital ) অগ্নিকাণ্ড। বেলা ১১ টা ১৫ মিনিট নাগাদ অ্যাকাডেমিক বিল্ডিং থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল হাসপাতাল চত্বরে। দমকলের ২টি ইঞ্জিনের তৎপরতায় আয়ত্তে আসে পরিস্থিতি।
অন্যান্য দিনের মতোই সোমবার সকালেও ভিড় ছিল কলকাতা মেডিক্যাল কলেজে। আচমকাই দেখা যায়, অ্যাকাডেমিক বিল্ডিং থেকে ধোঁয়া বেরচ্ছে।আতঙ্ক ছড়ায় সেখানে উপস্থিত রোগী, তাঁদের পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে। দমকলের দু’টি ইঞ্জিন কাজ শুরু করে। বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। তবে বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি বলেই খবর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এসি-র শট সার্কিটের ফলেই এই ঘটনা। যদিও এবিষয়ে এখনও নিশ্চিতভাবে কোনও তথ্য পাওয়া যায়নি।
[আরও পড়ুন: জল্পনাই সত্যি, প্রাক্তন দেহরক্ষীর মৃত্যু মামলায় CID দপ্তরে হাজিরা দিলেন না শুভেন্দু অধিকারী]
যদিও এ বিষয়ে কিছু জানা নেই বলেই জানিয়েছেন দমকলের আধিকারিকরা। উল্লেখ্য, জরুরি পরিস্থিতির কথা বিবেচনা করে সমস্ত হাসপাতালেই দমকলের ২ টি ইঞ্জিন থাকে। সেই ইঞ্জিনই এদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে খবর। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে।