সুকুমার সরকার, ঢাকা: শুটিং সেটে দুর্ঘটনা। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত বাংলাদেশে অভিনেত্রী শারমিন আঁখি (Sharmeen Akhee)। হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে। ঢাকার মেডিক্যাল কলেজের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অভিনেত্রী।
উঠতি অভিনেত্রী হিসেবে বাংলাদেশে জনপ্রিয়তা পেয়েছেন শারমিন আঁখি শনিবার রাজধানী ঢাকার মীরপুরে একটি টেলিছবির শুটিং করছিলেন তিনি। সঙ্গে ছিলেন জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। শোনা গিয়েছে, শুটিং সেটে আচমকা শর্ট সার্কিট হয়। তার জেরেই আগুন লেগে যায়। শারমিন আঁখি গুরুতর জখম হন। অভিনেত্রীর স্বামী তথা প্রযোজক রাহাত কবির জানান, আগুন লেগে শারমিন আঁখির শরীরের প্রায় ৩৫ শতাংশ পুড়ে গিয়েছে। কিন্তু কীভাবে ঘটে ঘটনাটি? জানা গিয়েছে, মেকআপ নিয়ে ওয়াশরুমে চুল ঠিক করতে গিয়েছিলেন অভিনেত্রী। হেয়ার স্টেটমেন্ট অন কিংবা অফ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
[আরও পড়ুন: অভিনেতাদের মধ্যে আবার হিন্দু-মুসলিম কেন? প্রশ্ন উরফির, উত্তর দিলেন কঙ্গনা]
রাহাত বলেন, “শুটিং হাউজটি সম্পূর্ণ নতুন। এটি এই হাউজের দ্বিতীয় কাজ। পেইন্টিংয়ের স্মেল থেকেও দুর্ঘটনাটি হতে পারে। তবে কেউ নির্দিষ্ট কিছু বলতে পারছে না। বিস্ফোরণে বাথরুমের দরজা ভেঙে যায়। ডাক্তার অনেকগুলো পরীক্ষা দিয়েছে। সেগুলোর করার পর বোঝা যাবে আঁখির শারীরিক অবস্থা কেমন।” তবে প্রাথমিকভাবে যা অনুমান করা হচ্ছে, হাসপাতালে প্রায় এক মাস থাকতে হবে আঁখিকে। আর সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে প্রায় সময় লাগবে এক বছর।
উল্লেখ্য, এক দশকেরও বেশি ধরে অভিনয় করছেন শারমিন আঁখি। গ্ল্যামার দুনিয়ায় আঁখির যাত্রা শুরু হয় ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’র মধ্য দিয়ে। পরবর্তীতে নাম লেখান টিভি নাটকে। কাজ করেছেন নাটক, সিনেমা, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও এবং টেলিছবিতেও। পুলিশের ধারণা, কেউ বডি স্প্রে ব্যবহার করেছে, ওটার গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটতে পারে। বিস্ফোরণে বাথরুমের দরজা ভেঙে যায়। চিৎকার করে আঁখি বেরিয়ে আসে। ততক্ষণে দুই হাত, পা ও কপালের একাংশ, চুল- সহ ৩৫ শতাংশ পুড়ে যায়। “সবার কাছে আঁখির জন্য দোয়া চাই”, বলেন রাহাত কবির।