শিলাজিৎ সরকার: আহাল এফকে'র বিরুদ্ধে এসিএল ২-এর অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান। মঙ্গলবার সন্ধ্যায় যুবভারতীতে তুর্কমেনিস্তানের ক্লাবের বিরুদ্ধে নামতে চলেছে মোলিনা বাহিনী। নয়া পরীক্ষার আগে কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী সবুজ-মেরুন কোচ। হোসে মোলিনা জানেন যে ম্যাচটা কঠিন হতে চলেছে, তবে এশিয়ার মঞ্চে নিজেদের প্রমাণ করতে চান তিনি। সাংবাদিক সম্মেলনে সেই আত্মবিশ্বাসই শোনা গেল তাঁর গলায়।
মিডফিল্ডার অনিরুদ্ধ থাপাকে পাশে নিয়ে মোলিনা বলেন, "আহাল এফকে শক্তিশালী দল। তাই কঠিন ম্যাচ হতে চলেছে। তবে আমি আমাদের দল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। ভালো প্লেয়ার ছাড়া ভালো কোচ হয় না। মোহনবাগানে সেরা প্লেয়াররা আছে। তাই আমি এত আত্মবিশ্বাসী। আবার সেটার জন্য প্রথম একাদশ বাছতে একটু সমস্যাতেও পড়তে হয়।"
তারপরই মোলিনা বলেন, "আমরা শুধু ভারতের সেরা দল নই। প্রমাণ করে দিতে চাই, এশিয়ার মঞ্চে লড়াই করার জন্যও আমরা প্রস্তুত। আগামিকালের জন্য আমাদের দল তৈরি। আমরা কাল ম্যাচ জিততে প্রস্তুত।" অবশ্য এই অভিযানে তাঁর জন্য কাঁটা হতে পারে মনবীর সিংয়ের চোট। মোলিনা জানান, আহাল এফকে'র বিরুদ্ধে অনিশ্চিত মনবীর। এই ম্যাচে তিনি পাশে চাইছেন সবুজ-মেরুন সমর্থকদের। মোলিনা বলেন, "সমর্থকরা পাশে পেলে লক্ষ্য অর্জন করা সহজ হয়ে যায়। প্লেয়াররা নিজেদের সেরাটা দিতে মুখিয়ে।"
আর অনিরুদ্ধ বলছেন, "ম্যাচটা কঠিন হতে চলেছে। তবে আমরা শুরুটা ভালো করতে চাই। আমরা আত্মবিশ্বাসী, কারণ আমাদের দল শক্তিশালী। গতবছরও আমাদের মোটামুটি এই দলটাই ছিল। ফলে কোচ কী চান আমরা ভালো করে জানি। আমরা সেভাবেই খেলব।" প্রথম একাদশে তিনি থাকবেন কি না জানেন না, তবে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চান। তার পাশাপশি অনিরুদ্ধ কাফা কাপে ব্রোঞ্জ পাওয়ার জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন।
