shono
Advertisement
AIFF

বন্ধ হয়ে যাচ্ছে ISL? ফেডারেশনের বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ হতেই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন

দেশের এক নম্বর ফুটবল লিগ আইএসএলের ভবিষ্যৎ ঘোর অনিশ্চিত!
Published By: Subhajit MandalPosted: 02:19 PM Jun 19, 2025Updated: 02:19 PM Jun 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুটো খবর। এক, আইএসএলে অংশ নেওয়া একাধিক ক্লাবের সঙ্গে বৈঠক করেছে এফএসডিএল। তাতে ওই ক্লাবগুলিকে জানানো হয়েছে ফেডারেশনের সঙ্গে চুক্তির ব্যাপারে পুরোদস্তুর সিদ্ধান্ত না হলে আইএসএলে বিনিয়োগ করা তাঁদের পক্ষে সম্ভব নয়। দুই, ফেডারেশনের তরফে বার্ষিক যে ফুটবল ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে, তাতে নেই আইএসএলের দিনক্ষণ! এই দুটি খবর পাশাপাশি রাখলে একটাই শিরোনাম দাঁড়ায়, দেশের এক নম্বর ফুটবল লিগ আইএসএলের ভবিষ্যৎ ঘোর অনিশ্চিত! এমনিতেই ভারতীয় ফুটবলের চরম দুর্দশা চলছে। তাতে আইএসএল নিয়ে এই অনিশ্চয়তা ভারতীয় সমর্থকদের হৃদকম্প বাড়িয়ে দিতে যথেষ্ট।

Advertisement

বস্তুত, আগামী মরশুমে আইএসএলের বল গড়ানো নিয়ে সংশয় সত্যিই রয়েছে। এই বছরের ডিসেম্বর মাসে শেষ হয়ে যাচ্ছে ফুটবল ফেডারেশনের সঙ্গে এফএসডিএলের চুক্তি। কিন্তু ডিসেম্বরের পরে কী হবে? চুক্তি বাড়বে না, শেষ হয়ে যাবে? সব কিছু ঠিক করার জন্য ফেডারেশন কর্তাদের সঙ্গে বেশ কয়েকটি মিটিং করেন এফ এসডিএল কর্তারা। তারমধ্যে একটি মুম্বইয়ে। একটি হয়েছিল দিল্লিতে। সেই মিটিংয়ে এফএসডিএলের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, ফেডারেশনের সঙ্গে এফএসডিএলের যে বার্ষিক আর্থিক চুক্তি রয়েছে, নতুন ভাবে চুক্তি হলে তার অর্ধেক টাকাও দেওয়া সম্ভব নয়। কারণ, আইএসএল চালাতে গিয়ে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছে এফএসডিএল। তবুও তারা ভারতীয় ফুটবলের স্বার্থে থাকতে চায়। কিন্তু আর্থিক চুক্তি অনেক কম হবে। স্বাভাবিক ভাবেই ফেডারেশন কর্তারা এই প্রস্তাবে সম্মতি দেননি। তাঁরা নিজেদের মতো করে ফেডারেশনের তরফে প্রস্তাব দেওয়ার জন্য কিছু পরিকল্পনা করেন। যদিও নতুন করে আর প্রস্তাব দেওয়া সম্ভব হয়নি। এরই মধ্যে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যতক্ষণ না ফেডারেশনের সংবিধান নিয়ে আদালতের তরফে নতুন করে কোনও নির্দেশ আসছে, ততক্ষণ পর্যন্ত এফএসডিএলের সঙ্গেও চুক্তি সংক্রান্ত বিষয়ে কোনও আলোচনা এগিয়ে নিয়ে যেতে পারবে না ফেডারেশন। ফলে সব দিক থেকেই এখন চুপচাপ।

এই জটিলতার ফলে এফএসডিএলের সঙ্গে ভারতীয় ফুটবল ফেডারেশনের আলোচনা আর এগোয়নি। এদিকে এফএসডিএল নাকি কয়েকটি ক্লাবের সঙ্গে বৈঠক করে জানিয়ে দিয়েছে, ওই চুক্তি চূড়ান্ত না হলে আইএসএলের বল গড়ানো সম্ভব নয়। সমস্যা হল, সুপ্রিম কোর্ট ফেডারেশনের সংবিধান নিয়ে যতক্ষণ না নির্দেশ দিচ্ছে, ততক্ষণ এফএসডিএল-ফেডারেশন চুক্তি এগোবে না। ততদিন পর্যন্ত আইএসএলের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তও হবে না।

তবে ফেডারেশন যে বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করেছে সেটার সঙ্গে অবশ্য আইএসএলের ভবিষ্যতের কোনও সম্পর্ক নেই। ফেডারেশনের বার্ষিক ক্যালেন্ডারে আইএসএলের উল্লেখ নেই। আই লিগ, ওমেন'স লিগের উল্লেখ আছে। সব ঠিক। কিন্তু সেটার সঙ্গে আইএসএলের ভবিষ্যতের কোনও সম্পর্ক নেই। আসলে ফেডারেশনের ক্যালেন্ডারে আইএসএলের দিনক্ষণ থাকার কথাই নয়। কারণ, ওই টুর্নামেন্টটি ফেডারেশন নিয়ন্ত্রণই করে না। ওটা পুরোপুরি নিয়ন্ত্রণ করে এফএসডিএল। ফলে আইএসএলের দিনক্ষণ ঠিক করে এফএসডিএল। ফেডারেশন নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এফএসডিএল নাকি কয়েকটি ক্লাবের সঙ্গে বৈঠক করে জানিয়ে দিয়েছে, চুক্তি চূড়ান্ত না হলে আইএসএলের বল গড়ানো সম্ভব নয়।
  • সমস্যা হল, সুপ্রিম কোর্ট ফেডারেশনের সংবিধান নিয়ে যতক্ষণ না নির্দেশ দিচ্ছে, ততক্ষণ এফএসডিএল-ফেডারেশন চুক্তি এগোবে না।
  • ততদিন পর্যন্ত আইএসএলের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তও হবে না।
Advertisement