স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার ক্লাবদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে আলোচনায় বসেছিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। সেখানে উপস্থিত ছিলেন ফেডারেশন কর্তারাও। এই বৈঠকে ক্লাবগুলির প্রতিনিধিদের কাছে জানতে চাওয়া হয়, তাঁদের কোনও প্রস্তাব রয়েছে কি না আইএসএল করার বিষয়ে। সেই প্রস্তাব ফেডারেশনের এজিএমে আলোচনা হবে। একই সঙ্গে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে এই বৈঠকে জানিয়ে দেওয়া হয়, কিছু দিনের মধ্যেই আইএসএল শুরু হবে।
তবে এই প্রতিযোগিতা আয়োজনে কোনও রকম অর্থ দেবে না কেন্দ্র। শুধুমাত্র এই সমস্যা কাটাতেই সাহায্য করবে তারা। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের প্রতিনিধি হিসাবে এই বৈঠকে উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি শ্রী কুণাল। ক্লাবের তরফে এদিন বলা হয়েছে আগে থেকেই তাদের বেশ কয়েক দফা প্রস্তাব ছিলই ফেডারেশনের কাছে। যেখানে উল্লেখ করা হয়েছিল ক্লাবগুলিই আইএসএলের আয়োজনের উদ্যোগ নিতে পারে। তবে ফেডারেশনের সংবিধান না বদল করেও লিগের কিছু নিয়ম পরিবর্তন করে এই মরশুমের লিগ আয়োজন করা যেতে পারে।
যদিও গত মঙ্গলবারই ক্রীড়া সচিবের সঙ্গে বৈঠকে বসেছিলেন ক্লাবের প্রতিনিধিরা। সেই বৈঠকে ক্লাবগুলির তরফে প্রতিনিধি হিসাবে গিয়েছিলেন স্পোর্টিং ক্লাব দিল্লির সিইও ধ্রুব সুদ। সেদিনও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে এই প্রস্তাব শুনে কোনও সদুত্তর দেওয়া হয়নি ধ্রুবকে। আপাতত আইএসএল ক্লাবের এই একই প্রস্তাব আবার পেলে সেই প্রস্তাব নিয়ে ফেডারেশনের ২০ ডিসেম্বরের এজিএমে আলোচনা হবে বলে এই বৈঠকে জানিয়েছেন ফেডারেশন কর্তারা। সেই দিক থেকে দেখতে গেলে এদিনও সমাধান সূত্র পাওয়া গেল না।
এদিকে আইএসএলের পর আইডব্লিউএলের টেন্ডার ডাকলেও সেই টেন্ডারে কোনও সংস্থাই আগ্রহ না দেখানোয় এই পরিস্থিতিতে মুখ পুড়েছে ফেডারেশনের। আপাতত এদিনের বৈঠকের পর এমন পরিস্থিতিতে আইএসএল ক্লাবগুলোর কাছে একটাই প্রাপ্তি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের আশ্বাস।
