shono
Advertisement

Breaking News

Anwar Ali

প্লেয়ার স্টেটাস কমিটির কাছেই ফিরল আনোয়ার মামলা, দিল্লি হাই কোর্টেই চূড়ান্ত সিদ্ধান্ত?

ফেডারেশনের অ্যাপিল কমিটি পুরো মামলা পুনর্বিবেচনার জন্য প্লেয়ার স্টেটাস কমিটির কাছে ফেরত পাঠিয়েছে।
Published By: Prasenjit DuttaPosted: 05:37 PM Dec 26, 2025Updated: 06:13 PM Dec 26, 2025

দুলাল দে: এক বছরেরও বেশি সময় মামলায় কোনও অগ্রগতি নেই। এই দীর্ঘ সময় মামলার কোনওরকম শুনানিই করেনি ফেডারেশনের অ্যাপিল কমিটি। যা নিয়ে ফেডারেশনকে কড়া ভাষায় আইনি নোটিসও পাঠিয়েছিলেন আনোয়ারের আইনজীবী। আর এবার নতুন মোড় পেল আনোয়ার মামলা। সেখানে ফেডারেশনের অ্যাপিল কমিটি পুরো মামলা পুনর্বিবেচনার জন্য প্লেয়ার স্টেটাস কমিটির কাছে ফেরত পাঠিয়েছে। 

Advertisement

আনোয়ারের দলবদলের বিষয়টি নিয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত দিল্লির হাই কোর্টে চলমান মামলার ফলাফলের উপর নির্ভর করবে। অর্থাৎ বিতর্কিত দলবদল এবং এর কারণে নিষেধাজ্ঞা বা জরিমানার বিষয়টি নিয়ে নতুন করে শুনানি করতে হবে প্লেয়ার স্টেটাস কমিটিকে। প্রসঙ্গত, আগেই এ নিয়ে ফিফাকে চিঠি পাঠিয়েছিল মোহনবাগান। ফিফার তরফে ফেডারেশনে চিঠি আসার পরেই অ্যাপিল কমিটিতে তোড়জোড় শুরু হয়। কিন্তু কোনও এক অজানা কারণে বিষয়টি ফের হিমঘরে চলে গিয়েছিল।

এরপর অ্যাপিল কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি রাজেশ টন্ডন, বারবার আনোয়ার আলির ইস্যু নিয়ে মিটিং করতে চাইলেও কমিটির সদস্যদের অভাবে করা সম্ভব হয়নি, এই কারণ দেখিয়ে বারবার শুনানি ভেস্তে গিয়েছে। এই পরিস্থিতিতে এআইএফএফ-কে আইনি নোটিস পাঠালেন আনোয়ার নিজেও। এবার সেই মামলার জন্য প্লেয়ার স্টেটাস কমিটিকে নতুন করে শুনানি করতে হবে।

নতুন অর্ডারে ফেডারেশনের বিচার বিভাগীয় সংস্থাগুলির সামনে বিষয়টি সম্পূর্ণরূপে সমাধান করার কথা বলা হয়েছে। মজার কথা হল, মোহনবাগান থেকে বিতর্কিত ভাবে ইস্টবেঙ্গলে আনোয়ার সই করার পর এক বছরের বেশি সময় পেরিয়েছে। ইস্টবেঙ্গলের সঙ্গে ভারতীয় দলের ডিফেন্ডারের চুক্তিও রয়েছে আর মাত্র মাস ছয়েকের। অথচ এতদিনেও তাঁর ট্রান্সফার বিতর্কে চূড়ান্ত সিদ্ধান্ত হল না। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এক বছরেরও বেশি সময় মামলায় কোনও অগ্রগতি নেই।
  • এই দীর্ঘ সময় মামলার কোনওরকম শুনানিই করেনি ফেডারেশনের অ্যাপিল কমিটি।
  • ফেডারেশনের অ্যাপিল কমিটি পুরো মামলা পুনর্বিবেচনার জন্য প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে ফেরত পাঠিয়েছে। 
Advertisement