shono
Advertisement

Breaking News

Anwar Ali

মোহনবাগানের সঙ্গে লোন চুক্তি বাতিল, ফেডারেশনকে চিঠি আনোয়ারের

আনোয়ার আলিকে নিয়ে দলবদলের বাজার সরগরম।
Published By: Arpan DasPosted: 07:04 PM Jul 12, 2024Updated: 07:26 PM Jul 12, 2024

দুলাল দে: আনোয়ার আলিকে নিয়ে দলবদলের বাজার সরগরম। প্রতি মুহূর্তে তাঁকে নিয়ে জানা যাচ্ছে নতুন খবর। এখন জানা যাচ্ছে, ফেডারেশনকে চিঠি দিয়েছেন আনোয়ার (Anwar Ali)। সেখানে তিনি জানিয়ে দিয়েছেন মোহনবাগানের সঙ্গে তাঁর লোনের চুক্তি বাতিল হয়ে গিয়েছে।

Advertisement

তবে তাঁর সঙ্গে চুক্তির জটিলতা অব্যাহত হয়েছে। এরই মধ্যে কলকাতা লিগের জন্য রেজিস্ট্রেশন করাতে আবেদন করেছিল সবুজ-মেরুন শিবির। কিন্তু সেখানেও সংশয় থাকছে। জানা যাচ্ছে, যতক্ষণ না আইএফএ নিশ্চিত হচ্ছে যে, আনোয়ার কোন দলের ফুটবলার, ততক্ষণ তাঁর রেজিস্ট্রেশন প্রক্রিয়া থমকে থাকবে। ফলে আনোয়ারকে মোহনবাগান কলকাতা লিগে চাইলেও, আদৌ কবে পাবে সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। 

[আরও পড়ুন: ঘোষিত ডুরান্ড কাপের সূচি, তিন প্রধানের ম্যাচ কবে?]

শনিবার কলকাতা ডার্বি। তার পরও লিগের অনেক ম্যাচ বাকি। ২৭ জুলাই থেকে বল গড়াবে ডুরান্ড কাপের। ফলে পুরোদমে শুরু হয়ে যাবে ভারতীয় ফুটবলের মরশুম। সেখানে কোন জার্সিতে দেখা যাবে আনোয়ারকে? সেই প্রশ্নই ঘুরছে ময়দানে। এরই মধ্যে জানা যাচ্ছে, ১৯ জুলাই মোহনবাগানের (Mohun Bagan) অনুশীলনে হাজিরা দিতে হবে আনোয়ারকে। সেকথা জানিয়েও দেওয়া হয়েছে সবুজ-মেরুনের তরফে। আর তারই মধ্যে জানা গেল, ফেডারেশনকে পাঠানো চিঠির খবর। যেখানে ভারতীয় ডিফেন্ডার দাবি করছেন, মোহনবাগানের সঙ্গে তাঁর লোনের চুক্তি বাতিল হয়ে গিয়েছে। ফলে আনোয়ারকে নিয়ে জটিলতা অব্যাহত। 

[আরও পড়ুন: লর্ডসে শুরু লর্ডসেই শেষ, জয় দিয়েই থামল কিংবদন্তি অ্যান্ডারসনের ক্রিকেট সফর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শনিবার কলকাতা ডার্বি। তার পরও লিগের অনেক ম্যাচ বাকি।
  • ফেডারেশনকে চিঠি দিয়েছেন আনোয়ার। সেখানে তিনি জানিয়ে দিয়েছেন মোহনবাগানের সঙ্গে তাঁর লোনের চুক্তি বাতিল হয়ে গিয়েছে।
  • ১৯ জুলাই মোহনবাগানের অনুশীলনে হাজিরা দিতে হবে আনোয়ারকে।
Advertisement