shono
Advertisement
Argentina Football Team

ব্রাজিলকে গুঁড়িয়ে দিল দাপুটে আর্জেন্টিনা, বিশ্বকাপেরও যোগ্যতা অর্জন গতবারের চ্যাম্পিয়নদের

সেলেকাওদের বিরুদ্ধে একতরফা জয় মেসিহীন আর্জেন্টিনার।
Published By: Arpan DasPosted: 08:49 AM Mar 26, 2025Updated: 09:22 AM Mar 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠে নামার কয়েক ঘণ্টা আগেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছিল। ফলে ব্রাজিলের বিরুদ্ধে মহাযুদ্ধ আসলে হয়ে দাঁড়িয়েছিল সম্মানের লড়াই। সেই লড়াই আর্জেন্টিনা একতরফা ভাবে জিতল। ব্রাজিলকে নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলল স্কালোনির দল। কে বলবে, এই দলটায় লিওনেল মেসি নেই! তাতেও ৪-১ ব্যবধানে জিততে বিন্দুমাত্র অসুবিধা হল না আর্জেন্টিনার।

Advertisement

অবশ্য ব্রাজিলেও নেইমার ছিলেন না। প্রায় ২০ বছর পর মেসি-নেইমারহীন দ্বৈরথ দেখল ফুটবল বিশ্ব। সেই সঙ্গে দুটো দলের পার্থক্যও দেখল। মেসিকে ছাড়া হয়তো আর্জেন্টিনার নৈপুণ্য কমতে পারে, কিন্তু কার্যকারিতা কমে না। অন্যদিকে শুধু নেইমারের অভাব নয়, অনেক কিছু নিয়েই ভাবতে হবে ব্রাজিলভক্তদের। পাস মিস করা একরকম, বর্তমান সেলেকাওদের পাসিংই ঠিক নেই। স্কিলের কথা তোলাই থাক। শুধু বল পজিশন ধরে রাখাতেই নীল-সাদা জার্সিরা টেক্কা দিয়ে গেল রাফিনহাদের।

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে বলিভিয়া বনাম উরুগুয়ে ম্যাচ ড্র হওয়ায় এমনিতেও ছাড়পত্র পেয়ে গিয়েছিল গতবারের চ্যাম্পিয়নরা। আর ঘরের মাঠে তারা ম্যাচ শুরুও করল চ্যাম্পিয়নের মতো। মাত্র ৪ মিনিটে আর্জেন্টিনার হয়ে প্রথম গোল জুলিয়ান আলভারেজের। দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করত হল ১২ মিনিট পর্যন্ত। এবার ব্রাজিলের জালে বল জড়ালেন এনজো ফার্নান্দেজ। অবশ্য খেলার গতির বিরুদ্ধে গিয়ে একটি গোল শোধ করেন ব্রাজিলের ম্যাথিউজ কুনহা। কিন্তু ৩৭ মিনিটে আর্জেন্টিনার হয়ে গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের। আর ব্রাজিলের কফিনে শেষ পেরেকটি পোঁতেন জিউলিয়ানো সিমিওনে। ৭১ মিনিটে গোল করে যান অ্যাটলেটিকো মাদ্রিদের কোচের ছেলে। সব মিলিয়ে ৪-১ গোলে জিতল আর্জেন্টিনা।

দক্ষিণ আমেরিকার গ্রুপে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিওনেল মেসির দল। ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ব্রাজিল। ২০২৬-র বিশ্বকাপের ছাড়পত্র ইতিমধ্যে জাপান, নিউজিল্যান্ড, ইরান জোগাড় করে ফেলেছে। এবার সেই তালিকায় নাম লেখাল গতবারের চ্যাম্পিয়নরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাঠে নামার কয়েক ঘণ্টা আগেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছিল।
  • ফলে ব্রাজিলের বিরুদ্ধে মহাযুদ্ধ আসলে হয়ে দাঁড়িয়েছিল সম্মানের লড়াই।
  • সেই লড়াই আর্জেন্টিনা একতরফা ভাবে জিতল। ব্রাজিলকে নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলল স্কালোনির দল।
Advertisement