স্টাফ রিপোর্টার: মাঠ সমস্যা মিটিয়ে ফের শুরু হচ্ছে বাংলা দলের ট্রায়াল। সোমবার থেকে সল্টলেক স্টেডিয়ামের অনুশীলন মাঠে এই ট্রায়াল শুরু হচ্ছে। গত কয়েকদিন ধরে মহামেডান মাঠে ট্রায়াল শুরু হলেও মাঠ সমস্যার জন্য ট্রায়াল বন্ধ ছিল।
মহামেডান কর্তারা এক সপ্তাহ মাঠ দেওয়ার পর আইএফএকে জানিয়ে দিয়েছিলেন মাঠের পরিচর্যার জন্য এই মুহূর্তে ট্রায়ালের জন্য আর মাঠ দেওয়া সম্ভব নয়। ইস্টবেঙ্গলের তরফ থেকেও জানানো হয়েছিল, যদি বাংলার মূল দল অনুশীলন করতে চায় তাহলে তাদের সমস্যা নেই, কিন্তু ট্রায়ালের জন্য তারা এই মুহূর্তে মাঠ দিতে নারাজ। এর পরেই ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলে যুবভারতীর অনুশীলন মাঠে বাংলা দলের ট্রায়ালের জন্য ব্যবস্থা করা হয় আইএফএ-র তরফে।
জানা গিয়েছে সোমবার ট্রায়ালে যোগ দেবেন ডায়মন্ডহারবার এফসির ফুটবলাররা। সোমবার যোগ দেওয়ার কথা অমরনাথ বাস্কে, রবিলাল মান্ডি, শুভদীপ ঘোষ, রাজেশ রাজোয়ার। একই সঙ্গে গতবারের সন্তোষ ট্রফির সর্বোচ্চ গোলদাতা রবি হাঁসদাকেও ট্রায়ালে ডেকেছেন বাংলা কোচ সঞ্জয় সেন। কিন্তু বিএসএলে খেলার কথা থাকায় রবি এখনও ট্রায়ালে যোগ দেননি। আশা করা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই রবির বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয়ে যাবে। একই সঙ্গে বাংলার ট্রায়ালে ডাক পেয়েছেন অনূর্ধ্ব ১৭ ভারতীয় দলের গোলরক্ষক রাজরূপ সরকার। কিন্তু এখনও তিনি যোগ দেননি।
উল্লেখ্য, গতবারের সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন দল বাংলা। কোচ সঞ্জয় সেনের তত্ত্বাবধানে এবারে ঘটা করে ট্রায়ালে নেমেছিল গতবারের চ্যাম্পিয়নরা। জেলা স্তরের ফুটবলাররা ট্রায়াল দিয়ে গিয়েছেন মহামেডান মাঠে। সেখানেই প্রিমিয়ারের ক্লাবের ফুটবলাররাও ট্রায়ালে নেমেছিলেন। তারপরই যত বিপত্তি।
