স্টাফ রিপোর্টার: রিষড়া থেকে রোজারিও। অসাধ্য সাধন করেছিলেন আগেই। এবার প্রহর গোনা সেই চূড়ান্ত দিনের জন্য। স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্তের চাপ বাড়ছে কলকাতায় মেসির গোট কনসার্টের টিকিটের চাহিদা সামলাতে সামলাতেই। একাধিক চমক থাকছে এই কনসার্টকে ঘিরে। পেলে, দিয়েগো মারাদোনাকে আনার পর তাঁর কাছে বড় চ্যালেঞ্জ মেসিকে নিয়ে আসা। এদিনই আবার সেই কনসার্টে সংযোজন হয়েছে বাইচুং ভুটিয়ার নাম।
কলকাতায় এসে ২০ জন খুদে ফুটবলারকে নিয়ে একটি ক্লিনিক করাবেন মেসি। সঙ্গে থাকবেন লুইস সুয়ারেজ ও রডরিগো ডি’পলের মতো বিশ্বখ্যাত তারকা। কিন্তু এই ক্লিনিকে কী শেখাবেন তাঁরা? আপাতত যা জানা যাচ্ছে, মেসি খুদে ফুটবলারদের ‘টিকিটাকা রন্ডো’ ড্রিল করাবেন। স্প্যানিশ কোচেরা খুদে ফুটবলারদের এই পদ্ধতিতে অনুশীলন করিয়ে থাকেন। রিষড়া ও সুন্দরবনের মোট ২০ জন খুদে ফুটবলার থাকবে এই মেসির এই ক্লিনিকে। এছাড়াও মেসির উদ্দেশে একটি ছোট্ট গানের অনুষ্ঠান করার পরিকল্পনা করা হয়েছে। সেখানে শান, জিৎ ও অনীক ধরের মতো গায়করা গান গাইবেন। সেই পর্বটির নাম দেওয়া হয়েছে, ‘ট্যাঙ্গো টু টেগর।’ তাতে রবীন্দ্র সংগীত গাইবেন শানরা। এছাড়াও চেষ্টা করা হচ্ছে শুভশ্রীর মতো টলিউড অভিনেত্রীর একটি নাচের অনুষ্ঠানেরও।
গোট কনসার্টের টিকিট রিডেম্পশন শুরু হয়ে গিয়েছে। মোহনবাগান ক্লাব থেকে বিক্রি হওয়া টিকিট রিডেম্পশন করার পর্ব শুরু হবে সোমবার। শতদ্রু বলছেন, “টিকিটের চাহিদা তো থাকবেই। যত দিন এগিয়ে আসবে, ততই এই চাহিদা বাড়বে। আর এবার বিশ্বকাপ জয়ের পর এমএলএস চ্যাম্পিয়ন হয়েই শহরে আসছেন মেসি। আশা করছি ওঁর মুড ভালোই থাকবে। ইলিশ আর চিংড়িকে সামনে রেখে একটা ফটো সেশন করানোর কথা আছে। পাশাপাশি বাঙালি পোশাক পরানোর পরিকল্পনা রয়েছে। মেসি জানিয়েছেন, যদি বাঙালি পোশাকে স্বস্তি বোধ করেন তাহলে অবশ্যই পরবেন।”
গোট কনসার্টের সম্প্রচারেও ফাঁক রাখা হচ্ছে না। কলকাতা, দিল্লি, মুম্বইয়ে যাঁরা সম্প্রচারের দায়িত্বে থাকছেন, সেই পিআর সলিউশন থেকে জানানো হয়েছে, গোট কনসার্টের সম্প্রচারের জন্য কলকাতা, দিল্লি, মুম্বই - এই তিন শহরের তিন স্টেডিয়ামে থাকছে ষোলোটি করে ক্যামেরা। পাশাপাশি, বাগ্গি ক্যামেরা রাখা হচ্ছে। এই বাগ্গি ক্যামেরা দেখতে পাওয়া যায় বিশ্বকাপ, আইপিএলের মতো বিশ্বের বিখ্যাত টুর্নামেন্টগুলোতে। একটা ছোট্ট গাড়িতে এই ক্যামেরাগুলো মাঠের একদিক থেকে অন্যদিকে ছুটে বেড়াতে দেখা যায়। হায়দরাবাদে সম্প্রচারের দায়িত্ব নিয়েছে সে রাজ্যের ক্রীড়া দপ্তর।
