সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চল্লিশ পেরোলেই চালশে! অন্তত সুনীল ছেত্রীর জন্য নয়। ৪১ বছর বয়সি এই ফুটবলারের সঙ্গে নতুন চুক্তি করেছে বেঙ্গালুরু এফসি। ক্লাবের তরফে সোশাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করে সুনীলের সঙ্গে নতুন চুক্তির কথা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ তিনি যে এখনই ফুটবল থেকে অবসর নিচ্ছেন না, তা নিশ্চিত হয়ে গেল।
বেঙ্গালুরুর তরফে ২ মিনিটের একটি ভিডিও পোস্ট করে শিরোনাম দেওয়া হয়েছে, 'সহজ কথায় বলতে গেলে ছেত্রী মানেই নীল। এই সংমিশ্রণ চলতেই থাকবে।' ওই ভিডিওয় দেখা যাচ্ছে, বসে রয়েছেন সুনীল ছেত্রী। তিনি চুক্তি নিয়ে মেসেজ করছেন। এরপর ক্লাবের পক্ষ থেকে তাঁকে জানানো হয়, চুক্তিপত্র তৈরি। এখান থেকে বোঝা যাচ্ছে, সুনীলের সঙ্গে নতুন চুক্তির পথে হাঁটছে বেঙ্গালুরু।
প্রায় একযুগ আগে বেঙ্গালুরু এফসি'তে সই করেছিলেন সুনীল ছেত্রী। অর্থাৎ ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত দক্ষিণী ক্লাবটির সঙ্গে নানান সুখ-দুঃখের সাথী তিনি। তবে, মাঝে দু'টো বছর মুম্বই সিটি এফসি'তে খেলেছেন। সেখান থেকে ফের বেঙ্গালুরুতে। তারপর থেকে টানা এই ক্লাবেই খেলছেন আইএসএলের আইএসএলের সর্বোচ্চ গোলদাতা (৬৫)।
তাঁর সঙ্গে কতদিনের চুক্তি বাড়িয়েছে বেঙ্গালুরু এফসি, তা অবশ্য জানা যায়নি। বৃহস্পতিবার সুপার কাপে সুনীলের দল মুখোমুখি হবে মহামেডান স্পোর্টিংয়ের। সেই ম্যাচে নামার আগে বেংগালুরু কোচ জেরার্দ জারাগোসা বলেন, "গোলের সুযোগ যাতে বেশি তৈরি হয়, সেই লক্ষ্য নিয়েই নামব। প্রি-সিজন ট্রেনিংয়ে সেটাই চেষ্টা করেছি।"
