shono
Advertisement
Messi In Kolkata

'যুবভারতী কাণ্ডে নাম ডুবল দেশের', মেসির সফরের বিশৃঙ্খলায় আয়োজকদের নিশানা বাইচুংয়ের

বাইচুংয়ের বক্তব্য, এই ঘটনা থেকে আয়োজকরা যেন শিক্ষা নেন।
Published By: Arpan DasPosted: 11:38 AM Dec 14, 2025Updated: 05:41 PM Dec 14, 2025

স্টাফ রিপোর্টার, রায়পুর: আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির দ্বিতীয় ভারত সফর ঘিরে কলকাতার (Messi In Kolkata) যুবভারতী ক্রীড়াঙ্গনে যা ঘটল শনিবার, তা কিছুতেই মেনে নিতে পারছেন না ভারতের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। তিনি পরিষ্কার বলেছেন, এই ঘটনায় দেশের সম্মানহানি হয়েছে। ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি একই সঙ্গে বলেছেন, এই ঘটনার থেকে আয়োজকরা যেন শিক্ষা নেন। যাতে ভবিষ্যতে দেশের ভাবমূর্তি কলঙ্কিত না হয়।

Advertisement

প্রাত্তন ভারত অধিনায়ক জগদলপুরে গিয়েছিলেন বস্তার অলিম্পিক ২০২৫ অনুষ্ঠানে যোগ দিতে। সেখান থেকে ফেরার পথে বিমানবন্দরে কলকাতার ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে বাইচুং বলেন, "মেসির মতো কিংবদন্তি ফুটবলারকে দেখতে আশি হাজার ফুটবলপ্রেমী যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত হয়েছিলেন। প্রত্যেকেই মেসিকে ভালোবাসেন। সেই ভালোবাসার টান থেকেই এসেছিলেন মেসিকে দেখতে। প্রকৃত ফুটবলপ্রেমীরা কিন্তু আর্জেন্টিনার কিংবদন্তিকে দেখতে পেলেন না। ব্যাপারটা সত্যিই দুর্ভাগ্যজনক।"

বাইচুংয়ের আশা, সংগঠকরা এই ঘটনা থেকে শিক্ষা নেবেন। যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে। তাঁর বক্তব্য, "কোনও সন্দেহ নেই, এই ঘটনা দেশের নাম ডুবিয়েছে।" বাইচুং আরও জানিয়েছেন যে, মেসির এই ভারত সফর ভালো উদ্যোগেই করা হয়েছিল। কিন্তু সংগঠন ঠিকঠাক না হওয়াতেই এই কাণ্ড ঘটেছে। প্রকৃত ফুটবলপ্রেমীরা মেসিকে দেখতেই পাননি। বাইচুংয়ের বক্তব্য, "আমি মনে করি, মেসির এই সফর মহৎ উদ্দেশ্যেই আয়োজন করা হয়েছিল। কিন্তু সব কিছু পরিকল্পনা অনুযায়ী হয়নি। মেসির সফর নিয়ে আয়োজকরা মারাত্মক চাপে ছিল। আমরা যা দেখেছি বা শুনছি, কলকাতায় ভিআইপি স্টেডিয়ামে বহু অবাঞ্ছিত ব্যক্তি উপস্থিত হয়েছিলেন। তাঁরা মেসিকে ঘিরে ছিলেন। যার ফলে প্রকৃত ফুটবলপ্রেমীরা মেসিকে দেখতে পাননি। এটা কেন হবে?"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লিওনেল মেসির দ্বিতীয় ভারত সফর ঘিরে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে যা ঘটল শনিবার, তা কিছুতেই মেনে নিতে পারছেন না বাইচুং ভুটিয়া।
  • তিনি পরিষ্কার বলেছেন, এই ঘটনায় দেশের সম্মানহানি হয়েছে।
  • তিনি একইসঙ্গে বলেছেন, এই ঘটনার থেকে আয়োজকরা যেন শিক্ষা নেন।
Advertisement