shono
Advertisement
EPL

বছর শেষে জেসুসের গোলে জয়ী আর্সেনাল, জার্সি খুলে সেলিব্রেশনে মনে করালেন কিংবদন্তি কাকাকে

অন্যদিকে বছর শেষে আটকে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও চেলসি।
Published By: Arpan DasPosted: 12:57 PM Dec 31, 2025Updated: 12:57 PM Dec 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা এগারোটি জয়। ইংলিশ প্রিমিয়ার লিগে কার্যত 'অবধ্য' হয়ে উঠছিলেন এমি মার্টিনেজের দল অ্যাস্টন ভিলা। অবশেষে আর্সেনালের কাছে থামল তাদের স্বপ্নের দৌড়। ৪-১ গোলে জিতে বছর শেষে লিগ শীর্ষেই থাকবে গানার্সরা। আর এই জয়ে গোলের অবদান রইল গ্যাব্রিয়েল জেসুসের। কিন্তু লিগের 'লাস্ট বয়'-এর কাছে এগিয়ে গিয়েও আটকে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। একই অবস্থা চেলসিরও।

Advertisement

মাঝে প্রায় এক বছর চোটের জন্য বাইরে ছিলেন জেসুস। ডিসেম্বরেই কামব্যাক করেছেন। অবশেষে গোলের দেখা পেলেন। গোটা ম্যাচজুড়ে অ্যাস্টন ভিলাকে কার্যত নাস্তানাবুদ করেছে মিকেল আর্তেতার দল। বিশেষ করে দ্বিতীয়ার্ধের মূল খেলাটা হয় ভিলার অর্ধেই। ৪৮ মিনিটে গোল করেন ব্রাজিলীয় ডিফেন্ডার গ্যাব্রিয়েল। চার মিনিট পর দ্বিতীয় গোল স্প্যানিশ মিডফিল্ডার মার্টিন জুবিমেন্ডির। ৭০ মিনিটে ব্যবধান বাড়ান লিয়ান্দ্রো ত্রোসার্দ। ৭৮ মিনিটে গোল করেন জেসুস। তারপর জার্সি খুলে সেলিব্রেট করেন। ভিতরের শার্টে লেখা ছিল 'আই বিলং টু জেসাস'। যেভাবে এসি মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাকা সেলিব্রেট করেছিলেন। ৯৪ মিনিটে অ্যাস্টন ভিলা একটি গোল শোধ করে।

অন্যদিকে বছর শেষে আটকে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও চেলসি। লিগের 'লাস্ট বয়' উলভসের বিরুদ্ধে বল পজিশন থেকে গোলমুখী শট, সব দিক থেকেই এগিয়ে ছিল রুবেন আমোরিমের দল। এমনকী প্রথমে গোলও করে তারা। ২৭ মিনিটে গোল করেন জোশুয়া জির্কজি। কিন্তু ৪৫ মিনিটে গোল শোধ করেন ক্রেচি। তারপর শুধুই গোল মিসের বন্যা ইউনাইটেডের বেঞ্জামিন সেসকোর। শেষ মুহূর্তে প্যাট্রিক ডোরগুর একটি গোল বাতিলও হয়।

অন্যদিকে ড্র করল চেলসিও। বোর্নামাউথের বিরুদ্ধে এঞ্জো ফার্নান্দেজদের ম্যাচ শেষ হল ২-২ গোলে। প্রথমে বোর্নামাউথ গোল করেন। ১৫ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান চেলসির কোল পামার। ২৩ মিনিটে এগিয়ে দেন এঞ্জো। কিন্তু ২৭ মিনিটে জাস্টিন কুইভার্ট সমতা ফেরান। তারপর গোটা ম্যাচজুড়ে আর কেউ গোল করতে পারেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টানা এগারোটি জয়। ইংলিশ প্রিমিয়ার লিগে কার্যত 'অবধ্য' হয়ে উঠছিলেন এমি মার্টিনেজের দল অ্যাস্টন ভিলা।
  • অবশেষে আর্সেনালের কাছে থামল তাদের স্বপ্নের দৌড়।
  • ৪-১ গোলে জিতে বছর শেষে লিগ শীর্ষেই থাকবে গানার্সরা। আর এই জয়ে গোলের অবদান রইল গ্যাব্রিয়েল জেসুসের।
Advertisement