shono
Advertisement

Breaking News

Carlo Ancelotti

চাকরি যাচ্ছে ডোরিভালের, নেইমারদের কোচ হতে আন্সেলেত্তিকে প্রস্তাব ব্রাজিলের

ইতিমধ্যেই আন্সেলেত্তির সঙ্গে যোগাযোগ শুরু করেছে ব্রাজিল।
Published By: Subhajit MandalPosted: 02:14 PM Mar 27, 2025Updated: 04:23 PM Mar 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ১-৪ গোলের লজ্জার হারের পর ব্রাজিল কোচ ডোরিভাল জুনিয়রের চাকরি যাওয়া একপ্রকার নিশ্চিত। সম্ভাব্য বিকল্পও খুঁজে ফেলেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। সূত্রের দাবি, নেইমার, ভিনিসিয়াসদের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে কার্লে আন্সেলেত্তি। ইতিমধ্যেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন ব্রাজিল কর্তারা।

Advertisement

ব্রাজিল সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ডোরিভাল ক্রমশই আস্থা হারাচ্ছেন ফুটবল ফেডারেশনের। তাঁর 'অ্যাসিড টেস্ট' ছিল চলতি মাসের কলম্বিয়া আর আর্জেন্টিনা ম্যাচ। কলম্বিয়ার বিরুদ্ধে কোনও রকমে জিতলেও আর্জেন্টিনার কাছে দাঁড়াতেই পারেনি ব্রাজিল। এই হারেই ডোরিভালের বিদায় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। ব্রাজিল ফেডারেশন মোটামুটি ডোরিভালকে ছাঁটাই করার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করে ফেলেছেন বলে সূত্রের দাবি। তবে এখনই কিছু হবে না। যা হবে জুন-জুলাই মাসে ক্লাব বিশ্বকাপের পর।

যা খবর, তাতে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আন্সেলেত্তিকে নিয়ে আসার চেষ্টা ফের শুরু করেছে ব্রাজিল। আন্সেলেত্তির সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ শুরু করেছে ব্রাজিল ফেডারেশন। রিয়ালের সঙ্গে ২০২৬ পর্যন্ত চুক্তি রয়েছে আন্সেলোত্তির। কিন্তু রিয়াল যদি চ্যাম্পিয়ন্স লিগ আর লা লিগা এবার না জিততে পারে, তাঁর বরখাস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ নিয়ে যা কথাবার্তা এগোনোর সবটাই এগোবে ক্লাব বিশ্বকাপের পর। অবশ্য ক্লাব কোচিংয়ে বিখ্যাত অ্যানেসেলোত্তি অতীতে আন্তর্জাতিক পর্যায়ে কোচিং করেননি। এবারই প্রথম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ১-৪ গোলের লজ্জার হারের পর ব্রাজিল কোচ ডোরিভাল জুনিয়রের চাকরি যাওয়া একপ্রকার নিশ্চিত।
  • সম্ভাব্য বিকল্পও খুঁজে ফেলেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।
  • সূত্রের দাবি, নেইমার, ভিনিসিয়সদের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে কার্লে আন্সেলেত্তি।
Advertisement