shono
Advertisement
CFL 2024

ইউনাইটেডের কাছে হার মহামেডানের, সুপার সিক্সের লড়াইয়ে পিছিয়ে পড়ছে সাদা-কালো ব্রিগেড

দুই দলের সুপার সিক্স ভাগ্যই এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছিল।
Published By: Subhajit MandalPosted: 05:10 PM Jul 20, 2024Updated: 05:46 PM Jul 20, 2024

মহামেডান: ১ (মহিতোষ)
ইউনাইটেড স্পোর্টস: ৩ (রোমিংথাঙ্গা, সুজল ২)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহামেডান স্পোর্টিংকে হারিয়ে কলকাতা লিগ (CFL 2024) জমিয়ে দিল ইউনাইটেড স্পোর্টস। শনিবার মহামেডান মাঠে সাদা-কালো ব্রিগেডকে ৩-১ গোলে হারিয়ে দিল ইউনাইটেড। ফলে সুপার সিক্সের লড়াইয়ে খানিকটা সুবিধাজনক জায়গায় পৌঁছে গেল ইউনাইটেড।

Advertisement

দুই দলের সুপার সিক্স ভাগ্যই এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছিল। এই ম্যাচে নামার আগে পাঁচ ম্যাচ খেলে তিনটে জয় একটা ড্র ও একটিতে হার নিয়ে মহামেডানের (Mohammedan Sporting Club) সংগ্রহ ছিল ১০ পয়েন্ট। ইউনাইটেড পাঁচ ম্যাচে তিনটে জয় দুটো হেরেছিল। সুপার সিক্সের লড়াইয়ে ফিরতে হলে দুই শিবিরকেই এই ম্যাচে জয়ের জন্য ঝাঁপাতে হত। সেটাই করল দুই শিবির।

[আরও পড়ুন: অলিম্পিকে সম্ভাব্য পদকজয়ী: বক্সিংয়ে নিখাতকে নিয়ে আশায় দেশ]

এদিন ম্যাচের শুরু থেকেই সমানে সমানে লড়াই করছে দুই শিবির। কিন্তু প্রথমার্ধে কোনও দলই গোলমুখ খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝাঁজ বাড়ায় ইউনাইটেড (United Sports Club)। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৭ মিনিটে রোমিংথাঙ্গার হেডারে এগিয়ে যায় ইউনাইটেড। ৮১ মিনিটে দুর্দান্ত গোল করে ইউনাইটেডের সুজল মুন্ডা ব্যবধান বাড়ান। এর পর অবশ্য মহামেডানের মহিতোষ ব্যবধান কমান। সংযুক্ত সময়ে ফের সুজল মুন্ডার গোলে ব্যবধান বাড়ায় ইউনাইটেড।

[আরও পড়ুন: ঋষভ পন্থকে ছাড়ছে না দিল্লি ক্যাপিটালস, জল্পনা ওড়াল ফ্র্যাঞ্চাইজি]

এই জয়ের ফলে ইউনাইটেড স্পোর্টস পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এল। অর্থাৎ সুপার সিক্সে ওঠার দৌড়ে চলে এল। অন্যদিকে এদিনের হার মহামেডানের লড়াই আরও কঠিন করে দিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহামেডান স্পোর্টিংকে হারিয়ে কলকাতা লিগ জমিয়ে দিল ইউনাইটেড স্পোর্টস।
  • শনিবার মহামেডান মাঠে সাদা-কালো ব্রিগেডকে ৩-১ গোলে হারিয়ে দিল ইউনাইটেড।
  • সুপার সিক্সের লড়াইয়ে খানিকটা সুবিধাজনক জায়গায় পৌঁছে গেল ইউনাইটেড।
Advertisement