সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এভাবেও গোল করা যায়! নিজের হাফ থেকেই শটে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দিলেন গোলকিপার। হ্যাঁ, ঠিকই পড়েছেন। সেই কাণ্ডই ঘটল সুপার কাপের ম্যাচে। আর সেটা ঘটালেন এক বঙ্গসন্তান। ডেম্পোর বিরুদ্ধে আশ্চর্য গোলে নজর কাড়লেন চেন্নাইয়িন এফসি'র বাঙালি গোলকিপার শমীক মিত্র।
গোয়ায় সুপার কাপের ম্যাচের বয়স তখন ২৮ মিনিট। ডেম্পোর বিরুদ্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল চেন্নাইয়িন। হঠাৎই একটি বল চলে আসে শমীকের কাছে। নিজের বক্স থেকেই দূরপাল্লার শট নেন বঙ্গ গোলকিপার। তাঁর জোরাল শটের উঁচু বল ডেম্পোর বক্সের সামনে ড্রপ পড়লেও কেউ নাগাল। এদিকে ডেম্পোর গোলকিপার আশিস সিবি অনেকটাই এগিয়ে এসেছিলেন। বল তাঁকে টপকে সোজা জালে জড়িয়ে যায়।
সম্ভবত বৃষ্টিতে ভেজা মাঠে বলের গতিতে বদল বুঝতে পারেননি আশিস। তাছাড়া আউটিংয়েও গন্ডগোল ছিল। যাই হোক না কেন, শমীকের নামের পাশে একটি গোল লেখা। ম্যাচ শেষ হয় ১-১ গোলে। ডেম্পো এর আগে ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই দলের সঙ্গেই ড্র করেছে। আইএসএলের আরও একটি দলের সঙ্গে ড্র করলেও সুপার কাপের পরের রাউন্ডে তারা আর যেতে পারবে না। অন্যদিকে ক্লিফোর্ড মিরান্ডার দল সুপার কাপে প্রথম পয়েন্ট পেল।
বিশ্ব ফুটবলে এরকম গোল অচেনা না হলেও বিরল। যার মধ্যে আমেরিকার গোলকিপার টিম হাওয়ার্ডের একই ধরনের গোল অত্যন্ত জনপ্রিয়। সেই তালিকায় নাম জুড়ল বঙ্গ গোলকিপার শমীকেরও।
