বেঙ্গল সুপার লিগে নিজেদের ১৪তম ম্যাচে অবশেষে বহুপ্রতীক্ষিত জয় পেল কোপা টাইগার্স বীরভূম। নিজেদের ঘরের মাঠে 'পাঁচতারা' পারফরম্যান্স করেছে তারা। বীরভূম হারিয়েছে এফসি মেদিনীপুরকে।
বৃহস্পতিবার বোলপুর স্টেডিয়ামে বদলে যাওয়া বীরভূমকে দেখা গেল। ম্যাচের প্রথম থেকেই একেবারে তুরীয় মেজাজে ছিলেন ফুটবলাররা। ৫ মিনিটের মধ্যেই তাজিক তারকা কমরন তুরসুনভের গোলে এগিয়ে যায় তারা। এরপর আক্রমণাত্মক মেজাজ ধরে রাখে বীরভূম। যার ফলও পায় হাতেনাতে। ৪১ মিনিটে ফের গোল তুরসুনভের। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় কোপা।
দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচে ফিরে আসার চেষ্টা করেছিল মেদিনীপুর। ৬৩ মিনিটে ওয়াত্তারার গোলে ব্যবধান কমায় তারা। তবে বড় কিছুর জন্য মাঝেমাঝে যেমন একটা ঝটকা দরকার হয়, এই গোলটা বীরভূমের কাছে অনেকটা তেমনই। গোল খাওয়ার পর পুরো দলটাই যেন বদলে যায়। ৭৭ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করে তুরসুনভ। এর তিন মিনিট পর বীরভূমের স্কোর লাইনে অবদান রাখেন ইমরান। খেলা শেষ হওয়ার সামান্য আগে মেদিনীপুরের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন লালরুয়াতসাঙ্গা। ৫-১ জিতে প্রথমবার ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কোপা টাইগার্স বীরভূম। হ্যাটট্রিক করে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন তুরসুনভ।
প্রথম জয় পেয়েও পয়েন্ট টেবিলে উন্নতি হয়নি তাদের। এখনও শেষেই রয়েছে তারা। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ৬। ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়্যাল সিটি। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হাওড়া-হুগলি। তৃতীয় স্থানে রয়েছে সুন্দরবন বেঙ্গল অটো এফসি। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ২৩। চারে নর্থ ২৪ পরগনা এফসি। ১২ ম্যাচে তারা ১৯ পয়েন্টে। পাঁচে বর্ধমান ব্লাস্টার্স। ১৩ ম্যাচে ১৮ পয়েন্টে তারা। ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি। এরপর ১৩ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রয়েছে এফসি মেদিনীপুর।
