shono
Advertisement

Breaking News

Cristiano Ronaldo

বাপ কা বেটা! বাবার দেখানো পথেই পর্তুগালের জাতীয় দলে ডাক পেল ক্রিশ্চিয়ানো জুনিয়র

বাবার মতো জুনিয়রও এখন খেলছে আল-নাসেরে।
Published By: Subhajit MandalPosted: 07:24 PM May 06, 2025Updated: 07:24 PM May 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই না হলে বাপের বেটা! বাবার পদাঙ্ক অনুসরণ করেই পর্তুগালের জাতীয় দলে ঢুকে পড়ল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বড় ছেলে। আসন্ন ভ্লাটকো মার্কোভিচ টুর্নামেন্টের জন্য পর্তুগাল যে অনূর্ধ্ব-১৫ দল ঘোষণা করেছে তাতে নাম রয়েছে ক্রিশ্চিয়ানো দস সান্তোস জুনিয়রের। এই প্রথমবার পর্তুগালের কোনও বয়সভিত্তিক দলে খেলার সুযোগ পেল সে।

Advertisement

বাবার নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। স্বাভাবিকভাবেই প্রত্যাশার চাপ থাকে। প্রতি মুহূর্তে তুলনা করা হয় সফল বাবার সঙ্গে। তাই তারকা সন্তানরা অভিভাবকদের পথ অনেক সময় অনুসরণ করতে চান না। কিন্তু রোনাল্ডোর বড় ছেলে এক্ষেত্রে ব্যতিক্রম। সে ছোটবেলা থেকেই ফুটবল ভালোবাসে। বাবার মতোই সফল ফুটবলার হতে চায়। অতীতে বাবা যে যে ক্লাবে খেলেছেন, জুনিয়রও সেই সেই ক্লাবেই খেলে এসেছে।

রোনাল্ডো রিয়ালে থাকাকালীন রিয়ালের অ্যাকাডেমিতে ভর্তি হয় তাঁর ছেলে। পরে সেখান থেকে জুভেন্তাস, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড হয়ে বাবার মতো জুনিয়রও এখন খেলছে আল-নাসেরে। বাবার মতোই গোল করতে পছন্দ করে সে। আল-নাসেরের হয় বেশ নজরকাড়া পারফরম্যান্সও দেখিয়েছে রোনাল্ডো দস সান্তোস জুনিয়র। সেই পারফরম্যান্সের সুবাদেই পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেল সে।

১৩-১৮ মে ক্রোয়েশিয়ায় রয়েছে ভ্লাটকো মার্কোভিচ যুব টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে পর্তুগাল খেলবে জাপান, গ্রিস এবং ইংল্যান্ডের বিরুদ্ধে। এই টুর্নামেন্টেই পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলবে রোনাল্ডোর বড় ছেলে। আপাতত তার বয়স ১৪। মাঝে একবার শোনা যাচ্ছিল, পর্তুগালের হয়ে না খেলে স্পেনের হয়ে খেলবে জুনিয়র। কিন্তু পর্তুগাল তাকে দলে ডাকায় সেই জল্পনায় আপাতত ছেদ পড়ল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাবার পদাঙ্ক অনুসরণ করেই পর্তুগালের জাতীয় দলে ঢুকে পড়ল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বড় ছেলে।
  • আসন্ন ভ্লাটকো মার্কোভিচ টুর্নামেন্টের জন্য পর্তুগাল যে অনূর্ধ্ব-১৫ দল ঘোষণা করেছে তাতে নাম রয়েছে ক্রিশ্চিয়ানো দস সান্তোস জুনিয়রের।
  • এই প্রথমবার পর্তুগালের কোনও বয়সভিত্তিক দলে খেলার সুযোগ পেল সে।
Advertisement