সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয়ারল্যান্ডের বিরুদ্ধে ড্র করলেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলত পর্তুগাল। কিন্তু বিধি বাম। 'দ্য বয়েজ ইন গ্রিন'দের কাছে ২-০ গোলে হেরে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। জোড়া গোল করলেন আইরিশ ফুটবলার ট্রয় প্যারট। কেবল হার নয়, দেশের হয়ে ২২ বছরের ফুটবল কেরিয়ারে প্রথমবার লাল কার্ড দেখলেন সিআর৭। তাঁর অপরাধ এতই গুরুতর যে, এর মাশুল গুনে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেও অনিশ্চিত হয়ে পড়লেন।
ম্যাচের বয়স তখন ৬১ মিনিট। দারা ও'শেরার সঙ্গে ধাক্কাধাক্কিতে মেজাজ হারান রোনাল্ডো। কনুই দিয়ে আইরিশ ডিফেন্ডারের পিঠে মেরে বসেন। রেফারি গ্লেন নিগবার্গ প্রথমে তাঁকে হলুদ কার্ড দেখান। পরে 'ভার' দেখে সিদ্ধান্ত বদল করেন। সরাসরি লাল কার্ড দেখানো হয়। এহেন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। রেফারির দিকে তাকিয়ে হাততালিও দেন। রাগভরে মাঠ ছাড়েন তিনি। এমনকী দর্শকদের সঙ্গে বচসাও হয়।
দেশের হয়ে ২২৬তম ম্যাচ খেলতে নেমে লাল কার্ড দেখায় এখন রীতিমতো 'স্ক্যানারে' রোনাল্ডো। শুরু হয়েছে চর্চা। ফিফার নিয়ম বলছে, কোনও ফুটবলার কনুই দিয়ে মারলে কিংবা ঘুসি, লাথি বা এই ধরনের আঘাত করলে সেটা 'আক্রমণাত্মক ও হিংসাত্মক আচরণ' বলে ধরে নেওয়া হয়। এক্ষেত্রে কমপক্ষে তিন ম্যাচ নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন সংশ্লিষ্ট ফুটবলার। এই কারণেই বিশ্বকাপের গোড়ায় খেলা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন রোনাল্ডো।
পর্তুগালের পরের ম্যাচ ১৬ নভেম্বর, আর্মেনিয়ার বিরুদ্ধে। বিশ্বকাপে যেতে গেলে ন্যূনতম এক পয়েন্ট পেতেই হবে পর্তুগালকে। এই মুহূর্তে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও বিশ্বকাপ নিশ্চিত হয়নি 'সেলেকাও দাস কুইনাস'দের। তার উপর দোসর লাল কার্ড! রবিবার নামতে পারবেন না রোনাল্ডো । ফিফার যা নিয়ম, সেক্ষেত্রে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে তাদের অধিনায়ককে ছাড়াই শুরু করতে হতে পারে পর্তুগালকে। এখন রোনাল্ডোর ভাগ্য পুরোটাই ফিফার শৃঙ্খলারক্ষা কমিটির হাতে। প্রসঙ্গত, ইউক্রেনকে ৪-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেয়ে গেল দু'বারের বিশ্বজয়ী ফ্রান্স। জোড়া গোল করেছেন এমবাপে। দ্বিতীয় গোলের সঙ্গে সঙ্গে সবচেয়ে কম বয়সে ৪০০তম গোলের মাইলস্টোন ছুঁয়েছেন ২৬ বছর বয়সি এই তারকা। বাকি দু'টি গোল ওলিসে এবং একিতেকের।
