সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। গুচ্ছ গুচ্ছ রেকর্ড তাঁর নামের পাশে। বয়স ৪০ বছর। যে বয়সে অন্য ফুটবলাররা বুটজোড়া তুলে রেখে দিব্যি অবসরযাপন করেন, সেই বয়সেও তিনি ছুটছেন। অশ্বমেধের ঘোড়ার মতো। ছুটতে ছুটতে পৌঁছে গেলেন ৯৫০ গোলে। শনিবার রাতে আল নাসেরের হয়ে গোল করে কেরিয়ারের ৯৫০ তম গোলটি করে ফেললেন সিআর সেভেন।
শনিবার সৌদি লিগে আল হাজিমের বিরুদ্ধে ৮৮ মিনিটে অনবদ্য গোল করেন রোনাল্ডো। ডান প্রান্ত থেকে সতীর্থর বাড়ানো বলে অনবদ্য ফ্লিকে জাল জড়িয়ে দেন তিনি। চলতি মরশুমে সৌদি প্রো লিগে এটি রোনাল্ডোর ষষ্ঠ গোল। সব মিলিয়ে এ বছরের সপ্তম গোল আল নাসেরের জার্সিতে। সৌদির ক্লাবটিতে এ পর্যন্ত ১০৬ গোল করেছেন রোনাল্ডো। সব মিলিয়ে কেরিয়ারে তিনি ৯৫০টি গোলের মালিক হয়ে গেলেন। দ্রুত এগোচ্ছেন হাজারের লক্ষ্যমাত্রার দিকে।
গোলের পর রোনাল্ডো। ছবি: সোশাল মিডিয়া।
২০২২-এ ফুটবল বিশ্বকে চমকে দিয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে সৌদির ক্লাবে সই করেন সিআর ৭। রেড ডেভিলসের জার্সিতে দ্বিতীয় দফায় করেন ২৪টি গোল। সব মিলিয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ৩৪৬ ম্যাচে তাঁর গোল সংখ্যা ১৪৫। এর আগে ২০১৮ সালে ইটালির ক্লাব জুভেন্টাসে সই করেন পর্তুগিজ কিংবদন্তি। ওল্ড লেডিজের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি না জিততে পারলেও দু'বার সিরি আ জিতেছেন। পেয়েছেন সুপার কাপও। ইটালিতে ১৩৪ ম্যাচে তাঁর গোল সংখ্যা ১০১। ক্লাব কেরিয়ারের সেরা সময়টা কাটিয়েছেন স্পেনের রিয়াল মাদ্রিদে। পাঁচটি ব্যালন ডি'ওর মধ্যে তিনটি জিতেছেন লস ব্ল্যাঙ্কোসের হয়েই। ২০০৯ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে স্পেনের রাজধানীতে আসেন। মাদ্রিদের হয়ে ৪৩৮ ম্যাচে রোনাল্ডোর মোট গোল ৪৫০।
রোনাল্ডোর যাত্রাপথ শুরু হয় পর্তুগালের স্পোর্টিং লিসবনে। এই ক্লাবের হয়ে তিনি করেছিলেন ৫টি গোল। এছাড়া পর্তুগালের জার্সিতে তাঁর গোল ১৪৩। সব মিলিয়ে কেরিয়ারে সিআর৭-র গোল ৯৫০। ১০০০ গোল থেকে আর মাত্র কিছূটা দূরে।
রোনাল্ডোর ৯৫০ গোল:
স্পোর্টিং সিপি: ৫
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড: ১৪৫
রিয়াল মাদ্রিদ: ৪৫০
জুভেন্তাস: ১০১
আল নাসের: ১০৬
