shono
Advertisement
Cristiano Ronaldo

'আই ডু', হাতে হাত, আংটির ছবি দিয়ে জর্জিনার পোস্ট, বিয়ে সেরে ফেললেন রোনাল্ডো?

২০১৬ থেকে সম্পর্কে রয়েছেন রোনাল্ডো ও জর্জিনা।
Published By: Anwesha AdhikaryPosted: 10:00 AM Aug 12, 2025Updated: 10:13 AM Aug 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দীর্ঘদিনের প্রেম কি এবার পরিণতি পেল? সেরকম গুঞ্জনই শুরু হয়েছে রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রডরিগেজের সোশাল মিডিয়া পোস্ট ঘিরে। সোমবার রাতে আংটি পরা হাতের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন জর্জিনা। ক্যাপশনে লেখেন, 'আই ডু'। বিয়ের সময়ে যে শপথবাক্য পাঠ করা হয়, তার অন্যতম গুরুত্বপূর্ণ বাক্য এটি। তারপর থেকেই নেটদুনিয়ায় প্রবল জল্পনা, তাহলে কি বিয়েটা সেরে ফেললেন সিআর সেভেন?

Advertisement

২০১৬ থেকে সম্পর্কে রয়েছেন রোনাল্ডো ও জর্জিনা। তাঁদের দুটি সন্তানও রয়েছে। সব মিলিয়ে পাঁচ সন্তান রয়েছে আল নাসের তারকার। কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে বিয়ে করেননি তাঁরা। নিজেদের এনগেজমেন্টের কথা প্রকাশ্যে ঘোষণাও করেনি। দীর্ঘদিন ধরে ভক্তরা অপেক্ষা করে আছেন এই সুখবরের। কিন্তু রোনাল্ডো বা জর্জিনা কেউই বিয়ে নিয়ে কিছু বলেননি। তবে চলতি বছরের শুরুতে ইঙ্গিতবাহী পোস্ট করেছিলেন পর্তুগিজ মহাতারকা। জর্জিনার জন্মদিনে ছবি পোস্ট করে রোনাল্ডোর বার্তা ছিল, “মা, সঙ্গী, বন্ধু, স্ত্রী- তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার জ্যোতিতে আমরা আলোকিত হই। তোমার ভালোবাসায় আমরা ভরে উঠি।”

জর্জিনাকে ‘স্ত্রী’ বলে সম্বোধন করতেই জোর চর্চা শুরু নেটদুনিয়ায়। বিয়েটা সেরে ফেলেই কি জর্জিনাকে ‘স্ত্রী’ বলছেন রোনাল্ডো? প্রশ্ন তোলেন ভক্তরা। তবে এই পোস্টের আগেও জর্জিনাকে প্রকাশ্যে স্ত্রী বলে ডেকেছেন রোনাল্ডো। নিজের ইউটিউব চ্যানেলে জর্জিনাকে ‘স্ত্রী’ বলে ডাকেন রোনাল্ডো। এমনকী অনেকে দুজনের হাতে বিয়ের আংটিও দেখেছেন বলে দাবি করেন।

তবে এবার সত্য়িই রোনাল্ডোর হাতের উপর হাত রেখে আংটির ছবি পোস্ট করেছেন জর্জিনা। সঙ্গে ভালোবাসায় ভরা ক্যাপশন, 'আই ডু। এই জন্মে এবং আমার প্রত্যেকটা জন্মে।' তবে রোনাল্ডোর সোশাল মিডিয়ায় এই নিয়ে কোনও পোস্ট নেই। জর্জিনার প্রোফাইল দেখেই রোনাল্ডোভক্তদের বিশ্বাস, বিয়েটা সেরে ফেলেছেন তাঁদের প্রিয় তারকা। তাই জর্জিনার পোস্টে শুভেচ্ছাবার্তার বন্যা। কিন্তু সরকারিভাবে এখনও বিয়ের খবর জানাননি রোনাল্ডো। অনেকে আবার বলছেন, বিয়ে নয়, বাগদান সেরেছেন রোনাল্ডো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০১৬ থেকে সম্পর্কে রয়েছেন রোনাল্ডো ও জর্জিনা। তাঁদের দুটি সন্তানও রয়েছে।
  • জর্জিনাকে ‘স্ত্রী’ বলে সম্বোধন করতেই জোর চর্চা শুরু নেটদুনিয়ায়। বিয়েটা সেরে ফেলেই কি জর্জিনাকে ‘স্ত্রী’ বলছেন রোনাল্ডো?
  • রোনাল্ডোর হাতের উপর হাত রেখে আংটির ছবি পোস্ট করেছেন জর্জিনা। সঙ্গে ভালোবাসায় ভরা ক্যাপশন, 'আই ডু।
Advertisement