shono
Advertisement
Cristiano Ronaldo

আল নাসেরের সঙ্গে চুক্তিবৃদ্ধিতে 'আপত্তি', 'ঘরে' ফিরছেন রোনাল্ডো?

আল নাসেরের সঙ্গে আর মাত্র ২ মাসের চুক্তি রয়েছে পর্তুগিজ মহাতারকার।
Published By: Arpan DasPosted: 03:58 PM May 11, 2025Updated: 03:58 PM May 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২-এ ফুটবল বিশ্বকে চমকে দিয়ে সৌদি প্রো লিগে আল নাসেরে এসেছিলেন রোনাল্ডো। ধারাবাহিকভাবে গোলও করেছেন। কিন্তু সৌদিতে এই মরশুমে কোনও ট্রফি জিততে পারেননি পর্তুগিজ কিংবদন্তি। এর মধ্যে শোনা যাচ্ছে আল নাসেরের সঙ্গে আর চুক্তি বাড়াতে চাইছেন না রোনাল্ডো। সেক্ষেত্রে কি ফের ইউরোপেই ফিরতে চলেছেন তিনি?

Advertisement

সৌদি প্রো লিগে এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছে আল নাসের। ৩০ ম্যাচে পয়েন্ট ৬০। লিগ জেতার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। এমনকী তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালও অনেকটাই এগিয়ে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের আশাও ক্রমশ কমছে। যে টুর্নামেন্টে এবার সেমিতে হারতে হয়েছে আল নাসেরকে। যদিও ২৩টি গোল করে সৌদি প্রো লিগের সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডোই। আল নাসেরের সঙ্গে আর মাত্র ২ মাসের চুক্তি রয়েছে তাঁর। শোনা যাচ্ছিল, আরও আড়াই বছরের জন্য চুক্তি বাড়াতে পারেন তিনি।

কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই আলোচনা বন্ধ রাখছেন রোনাল্ডো। বিশেষ করে দিন কয়েক আগে আল ইত্তিহাদের কাছে দু'গোলে এগিয়ে থেকেও ৩-২ গোলে হেরেছে তারা। রোনাল্ডো এতটাই বিরক্ত হয়ে যান যে, পোশাক না বদলেই স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যান। সব মিলিয়ে ৪০ বছর বয়সি তারকার আল নাসের ছাড়ার সম্ভাবনা প্রবল।

সেক্ষেত্রে তাঁর পরবর্তী গন্তব্য কোথায়? এক হতে পারে তিনি সৌদিরই অন্য কোনও ক্লাবে সই করলেন। সেটার সম্ভাবনা খুব কম। আমেরিকার কোনও ক্লাবে কি তিনি যেতে পারেন? যেহেতু মেসি আমেরিকার ইন্টার মায়ামিতে খেলেন, তাই রোনাল্ডোর আগমন নতুন করে প্রতিদ্বন্দ্বিতা জাগিয়ে তুলতে পারে। স্প্যানিশ সংবাদমাধ্যম 'মার্কা'র মতও সেরকম। তবে আরেকটি মত হচ্ছে, রোনাল্ডো তাঁর ছোটবেলার ক্লাব স্পোর্টিং লিসবনে ফিরতে পারেন। অন্যদিকে ক্লাব বিশ্বকাপের কথা মাথায় রেখে ইংল্যান্ডের ক্লাব চেলসিতে যেতে পারেন তিনি। তবে সবকটাই জল্পনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২২-এ ফুটবল বিশ্বকে চমকে দিয়ে সৌদি প্রো লিগে আল নাসেরে এসেছিলেন রোনাল্ডো।
  • ধারাবাহিকভাবে গোলও করেছেন। কিন্তু সৌদিতে এই মরশুমে কোনও ট্রফি জিততে পারেননি পর্তুগিজ কিংবদন্তি।
  • এর মধ্যে শোনা যাচ্ছে আল নাসেরের সঙ্গে আর চুক্তি বাড়াতে চাইছেন না রোনাল্ডো।
Advertisement