সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী মরশুমে আই লিগের প্রথম ডিভিশনে খেলতে দেখা যাবে ডায়মন্ড হারবার এফসি'কে। আই লিগ-২ চ্যাম্পিয়ন হয়ে এই কৃতিত্ব অর্জন করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। তাই গোটা দল নিয়ে বিজয় উদযাপন করার কথা ছিল ক্লাব কর্তৃপক্ষের। যদিও তা আপাতত স্থগিত রাখা হয়েছে। ডায়মন্ড হারবার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, পহেলগাঁওয়ের ঘটনায় শোকস্তব্ধ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।
ক্লাবের পক্ষ থেকে ফেসবুক পেজে জানানো হয়, 'ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব ঐতিহাসিক বিজয় উদযাপনের জন্য তৈরি ছিল। আই লিগ ২ চ্যাম্পিয়ন হয়েছে আমাদের ক্লাব। সেই সঙ্গে আই লিগের চূড়ান্ত পর্বেও যোগ্যতা অর্জন করেছে। সেই কারণে ২৭ এপ্রিল, রবিবার আমাদের ক্লাবের পক্ষ থেকে বিজয় উদযাপন করার কথা ছিল।'
আরও জানানো হয়, 'তবে পহেলগাঁও নাশকতায় নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের জন্য আমাদের প্রধান পৃষ্ঠপোষক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিজয় উদযাপনের অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।'
ক্লাবের এই সিদ্ধান্তের প্রতি সমর্থকরাও সহমত পোষণ করেছেন। প্রসঙ্গত, ডায়মন্ড হারবার এফসি ট্রফি নিতে চেয়েছিল পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হাত থেকে। পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার ঘটনায় মৃতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেও অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, 'কাশ্মীরের এই দুর্ভাগ্যজনক জঙ্গি হামলা ভারত সরকারের জন্য শিক্ষণীয়। এই সরকারই দাবি করেছিল নোট বাতিলের পর সব সন্ত্রাস দূর হয়ে যাবে। ৩৭০ ধারা বাতিলের ফলে কাশ্মীরে দীর্ঘস্থায়ী শান্তি ফিরবে। আজকের ঘটনা সেইসব প্রতিশ্রুতিকে মিথ্যা এবং অপপ্রচারকে ভুল প্রমাণ করার জ্বলন্ত উদাহরণ।' উল্লেখ্য, পহেলগাঁও হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে।
