shono
Advertisement
Diamond Harbour FC

কলকাতা লিগে ডেভেলপমেন্ট টিম খেলাবে ডায়মন্ড হারবার, কোচিং করাবেন না কিবু

আই লিগে উঠে আসার পর দল গঠনে নেমে পড়েছে ডায়মন্ড হারবার।
Published By: Arpan DasPosted: 11:49 AM Jun 02, 2025Updated: 11:57 AM Jun 02, 2025

প্রসূন বিশ্বাস: গত মরশুম পর্যন্ত কলকাতা লিগে ডায়মন্ড হারবার এফসির বেঞ্চে দেখা গিয়েছিল কিবু ভিকুনাকে। আসন্ন ঘরোয়া লিগে ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর থাকলেও কলকাতা লিগে কোচিং করাবেন না তিনি। তাঁর বদলে ঘরোয়া লিগে ডায়মন্ড হারবারের কোচ হতে চলেছেন দীপাঙ্কুর শর্মা। এএফসি 'এ' লাইসেন্স পাশ করা এই ভারতীয় কোচ গত মরশুমে ছিলেন আই লিগ দ্বিতীয় ডিভিশনের ক্লাব চানমারি এফসিতে।

Advertisement

গত মরশুমে আই লিগ দ্বিতীয় ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে আই লিগে উঠে আসার পর দল নিয়ে একঝাঁক পরিকল্পনা করেছে ডায়মন্ড হারবার এফসি। তার মধ্যে এটা অন্যতম পদক্ষেপ। কেন কিবুকে অব্যহতি দেওয়া হচ্ছে কলকাতা লিগ থেকে? ক্লাবের সহ-সভাপতি আকাশ বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা আই লিগে উঠে আসার পর দল নিয়ে বেশ কিছু পরিকল্পনা করেছি। কিবু আমাদের ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর। ঘরোয়া লিগে কিবুকে অব্যাহতি দিচ্ছি এমনটা নয়, তাঁর পরিকল্পনাতেই সবকিছু হবে। আই লিগে উনিই কোচিং করাবেন। কিন্তু কলকাতা লিগে আমরা নতুন কোচকে সুযোগ দেব। চানমারি এফসিতে কাজ করা দীপাঙ্কুরকে আনছি। কিবুর পরামর্শ অনুযায়ী ঘরোয়া লিগে দীপাঙ্কুর দল চালাবেন। আই লিগে দীপাঙ্কুর আর দেবরাজ চট্টোপাধ্যায় কিবুর সহকারি হিসাবে কাজ করবেন।” দুই প্রধানও একই রকমভাবে সিনিয়র দলের কোচের পরামর্শে ঘরোয়া লিগে ভারতীয় কোচেদের সুযোগ দিয়ে থাকে। শুধু কোচই নয়, আইএসএল খেলা কলকাতার দলগুলো ঘরোয়া লিগে ডেভেলপমেন্ট দলকেই খেলায়। এবার সেই পরিকল্পনা ডায়মন্ড হারবারও।

কলকাতা লিগ নিয়েও বিশেষ পরিকল্পনা করেছে ডায়মন্ডহারবার। মোহনবাগান-ইস্টবেঙ্গলের মতোই ঘরোয়া লিগে ডেভেলপমেন্ট দল খেলাবে তারা। কেন ঘরোয়া লিগে ডেভেলপমেন্ট দল খেলাবে ডায়মন্ড হারবার? জবাবে আকাশ বলেন, "সিনিয়র দলে আমরা নতুন ফুটবলার তুলে আনতে জুনিয়র ফুটবলারদের আরও ম্যাচ খেলার সুযোগ দিতে চাই। ঘরোয়া লিগে ভালো খেলে সিনিয়র দলে উঠে আসুক তরুণরা, এটাই আমাদের চাওয়া।" লিগে তরুণ ব্রিগেডের সঙ্গে প্রয়োজনে কয়েকজন সিনিয়রকে যোগ করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

আই লিগে উঠে আসার পর দল গঠনে নেমে পড়েছেন আকাশ বন্দ্যোপাধ্যায়রা। আগামী মরশুমে খেলানোর জন্য তাঁরা রাজি করিয়ে ফেলেছেন পাঞ্জাব এফসিতে খেলা ডিফেন্ডার মেলরয় আসিসিকে। নর্থ-ইস্ট ইউনাইটেডের গোলকিপার মির্শাদ মিচুও আসছেন ডায়মন্ড হারবারে। দ্বিতীয় ডিভিশন আই লিগ জয়ের পর কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য ডায়মন্ড হারবার অঞ্চলের ৩০০ ক্লাবে ট্রফি ট্যুর করেছে তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত মরশুম পর্যন্ত কলকাতা লিগে ডায়মন্ডহারবার এফসির বেঞ্চে দেখা গিয়েছিল কিবু ভিকুনাকে।
  • আসন্ন ঘরোয়া লিগে ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর থাকলেও কলকাতা লিগে কোচিং করাবেন না তিনি।
  • তাঁর বদলে ঘরোয়া লিগে ডায়মন্ডহারবারের কোচ হতে চলেছেন দীপাঙ্কুর শর্মা।
Advertisement