সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর প্রয়াণ ঘটেছে বছর চারেকের বেশি সময় আগে। কিন্তু আজও ভক্তদের মধ্যে সদা উজ্জ্বল দিয়েগো মারাদোনার স্মৃতি। সেই সঙ্গে রয়েছে উত্তর না পাওয়া প্রশ্নও। তাঁর মৃত্যুর প্রধান কারণ কী চিকিৎসার অবহেলা? সেই ট্রায়াল শুরু হওয়ার কথা ১১ মার্চ থেকে। তার আগে মাফিয়ারা ভয় দেখাচ্ছে মারাদোনার পরিবারকে। এমনটাই অভিযোগ কিংবদন্তির মেয়ে দালমার।

আর্জেন্টিনার আদালতে শুনানি শুরুর আগে দালমার দাবি, "আমার মা খুব ভয় পাচ্ছে। যে মাফিয়ারা টাকা আর ক্ষমতা নিয়ন্ত্রণ করে, তারা আমার মাকে ভয় দেখাচ্ছে।" কিন্তু তারপরও দৃঢ়প্রতিজ্ঞ তিনি। ন্যায়বিচারের পথ থেকে কিছুতেই সরবেন না। সেটা স্পষ্ট করে দিয়েছেন দালমা। তাঁর বক্তব্য, "আমার কিচ্ছু যায়ে আসে না। আমি জানি, আমি কাদের বিরুদ্ধে লড়ছি। আমি চুপ করে থাকব না। আমরা চাই সবাই সত্যিটা জানুক। আমার মা প্রায়ই বলে, 'চুপ থাক। কোনও কথা বলবি না। আমি ভয় পাচ্ছি।' কিন্তু আমি চুপ থাকব না। বাবার জন্য এটা করতেই হবে।"
সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মারাদোনা প্রয়াত হন ২০২০ সালের ২৫ নভেম্বর। মৃত্যুর পরই পূর্ণ তদন্তের দাবি জানান তাঁর আইনজীবী। অভিযোগ, চিকিৎসা ব্যবস্থায় অবহেলা করা হয়েছে। ঠিকঠাক চিকিৎসা পেলে হয়তো মৃত্যু এড়ানো যেত। মোট ২০ জন চিকিৎসক ছিলেন তাঁর দেখভালের জন্য। ২০২২ সালের মার্চে তদন্ত শুরুও হয়। তার পর আটজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।
প্রথমে শুনানি শুরু হওয়ার কথা ছিল গত বছরের জুন মাসে। পরে তা পিছিয়ে করা হয় অক্টোবরে। কিন্তু সেটা ফের পিছিয়ে দেওয়া হয় এবছরের মার্চ মাসে। অভিযোগের কাঠগড়ায় যাঁদের তোলা হয়েছে, তাঁদের মধ্যে পারিবারিক চিকিৎসক ও নিউরোসার্জেন লিওপোল্ডো লুক ও মনোবিদ অগাস্তিনা কোসাচোভ ছাড়াও আছে ছয়জন। যদি এই আটজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে আট থেকে সর্বোচ্চ ২৫ বছরের জেল হতে পারে।