shono
Advertisement

Breaking News

East Bengal

ডার্বিতে আক্রমণাত্মক ফুটবলই লক্ষ্য ইস্টবেঙ্গলের, তবে মাঠ নিয়ে অসন্তুষ্ট ব্রুজো

আর কী বললেন লাল-হলুদ কোচ?
Published By: Prasenjit DuttaPosted: 04:45 PM Oct 30, 2025Updated: 04:45 PM Oct 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপার কাপের ডার্বির আগে ইস্টবেঙ্গলকে এখন ফেভারিট ভাবতে শুরু করে দিয়েছেন অনেকেই। এর কারণ একটাই, স্রেফ ড্র করতে পারলেই মোহনবাগানকে সরিয়ে সুপার কাপের সেমিফাইনালে চলে যাবে ইস্টবেঙ্গল। তবে ডেম্পো বনাম চেন্নাইয়িন ম্যাচের দিকেও নজর রাখতে হবে। যদি শেষ পর্যন্ত সত্যিই ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচটা ড্র হয়। তবে এসব অঙ্কের সমীকরণ দূরে সরিয়ে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বিযুদ্ধে জিততে চান লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো।

Advertisement

ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ব্রুজোর সঙ্গে হাজির হয়েছিলেন ইস্টবেঙ্গল মিডফিল্ডার সল ক্রেসপো। লাল-হলুদ কোচ বলেন, "মোহনবাগানের সঙ্গে আমাদের এক গ্রুপে ফেলার একটা প্রবণতা তৈরি হয়েছে। এই মরশুমে আমরা ১১টা ম্যাচ খেলেছি। এর মধ্যে ৩টেই ডার্বি। তবে ওদের বিরুদ্ধে জিততেই আমরা মাঠে নামব। শিল্ডে টাইব্রেকারে হেরেছিলাম। তবে আমরা তৈরি।"

অন্যদিকে ক্রেসপো বলেন, "মোহনবাগান এই মুহূর্তে ভালো খেলছে। তবে আমরাও তৈরি রয়েছি। জানি যে, ড্র করলেই সেমিফাইনালে যাওয়া যাবে। কিন্তু ড্রয়ের ভাবনা আমাদের ড্রেসিংরুমে নেই। কেবলমাত্র জেতার কথাই ভাবছি।" তাছাড়াও সতীর্থ মিগুয়েল সম্পর্কে দরাজ সার্টিফিকেট দেন ইস্টবেঙ্গলের মিডফিল্ডার। ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে তিনি বলেন, "মিগুয়েল দক্ষ একজন খেলোয়াড়। মাঝমাঠে ও অসাধারণ। ওর সঙ্গে খেলতে ভালো লাগে। আমাদের মধ্যে দারুণ কম্বিনেশনও তৈরি হয়েছে।"

সুপার কাপে চেন্নাইয়িন ম্যাচ জিতে অস্কার ব্রুজো বলেছিলেন, “ডার্বির জন্য আমরা তৈরি আছি। আর এটা সম্ভব হয়েছে, কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলতে গিয়ে।” ডার্বিতে নামার আগে মাঠ নিয়েও অসন্তোষ ধরা পড়ল ইস্টবেঙ্গল কোচের গলায়। তিনি বলেন, "ফতোরদার মাঠ ভারতের বাকি মাঠগুলোর থেকে আলাদা। এই মাঠ ৬৬ মিটার চওড়া। মনে হয় এফসি গোয়ার এএফসি ম্যাচের জন্য এমন করা হয়েছে। এখানকার মাঠ বেশ শক্ত। তুলনায় বাম্বোলিনের মাঠ ভালো। তবে যাই হোক না কেন, মোহনবাগানের বিরুদ্ধে জিততে চাই।"

ইস্টবেঙ্গলের কোচ হয়ে আসার পর ক্লাবকে এখনও ট্রফি জেতাতে পারেননি ব্রুজো। তাঁর সংযোজন, "দেশের সেরা দল মোহনবাগান। কিন্তু গত এক বছরে আমরা দুই দলের মধ্যে ব্যবধান কমাচ্ছি। তবে টানা ম্যাচ খেলায় সমস্যা তৈরি হচ্ছে। মোহনবাগানের ক্ষেত্রেও একই সমস্যা তৈরি হচ্ছে। এক্ষেত্রে দুই দলের পরিস্থিতিই এক। ওদের একটাই সুবিধা, ওরা এই মাঠে খেলেছে।"

তাছাড়াও তাঁর দল যে সেটপিসে জোর দিচ্ছে, জানিয়েছেন অস্কার। শুক্রবার কোন ছকে খেলবে ইস্টবেঙ্গল? স্প্যানিশ কোচের কথায়, "আমাদের দলে ভারসাম্য রয়েছে। আমরা রক্ষণাত্মক ফুটবল খেলব না। খেলায় যাতে ভারসাম্য বজায় থাকে, তারই চেষ্টা থাকবে। মোহনবাগানের ভারতীয় ফুটবলাররা খুবই ভালো। ওদের আটকাতে আমাদের মধ্যে বোঝাপড়া বাড়াতে হবে।" অস্কার ভালো করেই জানেন, সুপার কাপের ডার্বিতে দল ব্যর্থ হলে ফের সমালোচনা শুরু হয়ে যাবে। তাই সব কিছু ভুলে ইস্টবেঙ্গলের মাথায় শুধুই ডার্বি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্রেফ ড্র করতে পারলেই মোহনবাগানকে সরিয়ে সুপার কাপের সেমিফাইনালে চলে যাবে ইস্টবেঙ্গল।
  • তবে ডেম্পো বনাম চেন্নাইয়িন ম্যাচের দিকেও নজর রাখতে হবে। যদি শেষ পর্যন্ত সত্যিই ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচটা ড্র হয়।
  • তবে এসব অঙ্কের সমীকরণ দূরে সরিয়ে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বিযুদ্ধে জিততে চান লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো।
Advertisement