shono
Advertisement
East Bengal

সায়নের জোড়া গোল, রেলকে বেলাইন করে পয়েন্ট টেবিলের শীর্ষে ইস্টবেঙ্গল

মাত্র তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল সায়নের।
Published By: Anwesha AdhikaryPosted: 04:57 PM Aug 12, 2025Updated: 06:22 PM Aug 12, 2025

ইস্টবেঙ্গল: ৩ (সায়ন ২, নসিব)
রেলওয়ে এফসি: ০

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধুঁকতে থাকা রেলকে হাসতে হাসতে বেলাইন করে দিল ইস্টবেঙ্গল। মঙ্গলবার নৈহাটি স্টেডিয়ামে রেলওয়ে এফসির বিরুদ্ধে জোড়া গোল করেন সায়ন বন্দ্যোপাধ্যায়। প্রথমার্ধেই দু'টি গোল করে ম্যাচ ইস্টবেঙ্গলের হাতের মুঠোয় এনে দেন তিনি। এদিন নৈহাটি থেকে তিন পয়েন্ট পাওয়ার ফলে গ্রুপ এ'তে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল লাল-হলুদ ব্রিগেড।

সিনিয়র দল দুরন্ত খেলে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে। এবার কলকাতা লিগেও ছন্দে ফিরছে ইস্টবেঙ্গল। তবে এদিনের ম্যাচে কোনও সিনিয়র ফুটবলারকে ব্যবহার করবেন না বলে জানিয়েছিলেন কোচ বিনো জর্জ। সাত ম্যাচে একটা মাত্র ম্যাচ জয়ের মুখ দেখা রেলওয়ে এফসির বিরুদ্ধে তাঁর ভরসা ছিল জুনিয়ররা। তবে এদিন প্রথম একাদশে ছিলেন অধিনায়ক সৌভিক চক্রবর্তী। ছিলেন পিভি বিষ্ণুও।

অন্যদিকে, রেলের কোচ হিসাবে এটাই দ্বিতীয় ম্যাচ প্রাক্তন ইস্টবেঙ্গল তারকা ফুটবলার মেহতাব হোসেনের। অবনমনের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা রেল আগের ম্যাচে ড্র করলেও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জিততে পারলেন না মেহতাবের ছাত্ররা। মঙ্গলবার মাত্র তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ইস্টবেঙ্গলকে তিন পয়েন্ট এনে দেন সায়ন।  ম্যাচের শেষদিকে সংযুক্ত সময়ে এসে আরও একটি গোল করে ইস্টবেঙ্গলের ব্যবধান বাড়ান নসিব। 

তবে দুরন্ত জয়ের আনন্দেও লাল-হলুদ ব্রিগেডের সমস্যা বাড়াবে চাকু মাণ্ডির লাল কার্ড দেখা। এদিন রেলকে ৩-০ হারানোর পরে গ্রুপ এ'র পয়েন্ট টেবিলে সকলের উপরে উঠে এল ইস্টবেঙ্গল। ৯ ম্যাচে ১৭ পয়েন্ট রয়েছে সায়নদের ঝুলিতে। পুলিশ এসির সঙ্গে ড্র করে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সুরুচি সঙ্ঘ। মোহনবাগান রয়েছে পঞ্চম স্থানে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সিনিয়র দল দুরন্ত খেলে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে। এবার কলকাতা লিগেও ছন্দে ফিরছে ইস্টবেঙ্গল।
  • রেলের কোচ হিসাবে এটাই দ্বিতীয় ম্যাচ প্রাক্তন ইস্টবেঙ্গল তারকা ফুটবলার মেহতাব হোসেনের।
  • রেলকে হারানোর পরে গ্রুপ এ'র পয়েন্ট টেবিলে সকলের উপরে উঠে এল ইস্টবেঙ্গল।
Advertisement