প্রসূন বিশ্বাস: মঙ্গলবার নামধারীর বিরুদ্ধে ড্র করলেই আইএফএ শিল্ডের ফাইনালে চলে যাবে ইস্টবেঙ্গল। ১৮ তারিখ শিল্ড ফাইনালের সম্ভাব্য ডার্বি নিয়েও চর্চা চলছে। তবে গ্রুপের শেষ ম্যাচে নামার আগে ডার্বি নিয়ে ভেবে চাপ বাড়াতে চান না লাল-হলুদের কোচ অস্কার ব্রুজো। বরং নামধারীকে হালকা ভাবে নিচ্ছেন না তিনি। কিন্তু মঙ্গলবার কি খেলবেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশি হিরোশি ইবুসুকি?
মঙ্গলবার দুপুর ২:৩০ থেকে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে নামধারীর বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। আগের ম্যাচে শ্রীনিধি ডেকানকে ৪ গোলে উড়িয়েছেন জয় গুপ্তারা। মঙ্গলে ড্র করলে ফাইনাল। অস্কার বলছেন, "১৮ তারিখ ডার্বির সম্ভাবনা আছে ঠিকই, তবে আমরা এখনই সেসব নিয়ে ভাবছি না। আগে নামধারী ম্যাচটা জিততে হবে। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের পর ওরাই এই টুর্নামেন্টের সেরা দল। তাই ডার্বি নিয়ে ভেবে ফুটবলারদের উপর বাড়তি চাপ দিতে চাই না।"
তবে যত আগ্রহ হিরোশিকে নিয়েই। সোমবার দুপুর পর্যন্ত তাঁর আইটিসি (ইন্টারন্যাশনাল ট্রান্সফার সার্টিফিকেট) আসেনি। লাল-হলুদ কোচ বলছেন, "আমরা হিরোশির আইটিসির জন্য অপেক্ষায় রয়েছি। ক্লাব থেকে আইটিসি আনার চেষ্টা করছে। আশা করছি আজকের মধ্যে আইটিসি এসে যাবে। কিন্তু সেটা যদি না হয়, তাহলে কালকের ম্যাচে হিরোশিকে পাওয়া যাবে না।" সেই সঙ্গে তিনি জানিয়েছেন, "লাকড়া ও রামসাঙ্গা খেলতে পারবে না। প্রথম দলে বদল আসতে পারে। আমাদের কোনও নির্দিষ্ট প্রথম একাদশ নেই। অনুশীলনে যারা ভালো খেলবে, তারাই সুযোগ পাবে।"
নামধারীকে নিয়ে অস্কারের বক্তব্য, "ডুরান্ডে আমাদের অন্যতম কঠিন প্রতিপক্ষ ছিল নামধারী। ডিফেন্সটা খুবই শক্তিশালী। তাই আমাদের আগামিকাল উইংটা ভালো করে ব্যবহার করতে হবে, বল পজিশন ধরে রাখতে হবে। ওদের আক্রমণভাগের প্লেয়াররাও খুব বিপজ্জনক। কাউন্টার অ্যাটাকের সুযোগ দেওয়া যাবে না। কাল আমাদের সেরাটা দিতে হবে।"
