নর্থ ইস্ট: ৪ (আলাদিন-২, আলবেইচে, বেমাম্মার)
ইস্টবেঙ্গল: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএল স্বপ্ন ভেঙেছে। টুর্নামেন্টের শেষ ম্যাচেও ইস্টবেঙ্গলের সঙ্গী সেই হতাশা আর লজ্জাই। নর্থ ইস্টের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমে গোলের মালা পরল লাল-হলুদ ব্রিগেড। সারা মরশুমজুড়ে কার্ড খাওয়ার নিরিখে রেকর্ড গড়েছেন লালচুংনুঙ্গারা। শেষ ম্যাচে সেই ধারা বজায় রেখে আবারও লাল কার্ড খেল ইস্টবেঙ্গল।
আইএসএল প্লে অফে যাওয়ার স্বপ্ন ভেঙে গিয়েছিল বেঙ্গালুরুর সঙ্গে ড্র করার পরেই। তাই লিগ পর্বের শেষ ম্যাচটাকে বিশেষ গুরুত্ব দিতে চায়নি লাল-হলুদ ব্রিগেড। এমনকি দলের সঙ্গে শিলংয়ে যাননি কোচ অস্কার ব্রুজো নিজেও। তরুণ তুর্কিদের উপরেই ভরসা রেখে এদিন দল নামিয়েছিলেন বিনো জর্জ। কিন্তু অ্যাওয়ে ম্যাচে নেমে নাস্তানাবুদ হলেন চাকু মান্ডিরা। চার গোল খেয়ে আইএসএল অভিযান শেষ করল ইস্টবেঙ্গল। গোটা মরশুম জুড়ে প্রায় প্রত্যেক ম্যাচে কার্ড সমস্যায় ভুগেছে লাল-হলুদ ব্রিগেড। শেষ ম্যাচেও লাল কার্ড দেখলেন তন্ময় দাস।
অ্যাওয়ে ম্যাচের প্রথমার্ধে খানিকটা লড়াই করেছে ইস্টবেঙ্গল। যদিও সুপার সিক্স নিশ্চিত করে ফেলা নর্থ ইস্টের তুলনায় তা অতি সামান্য। গোলকিপার দেবজিৎ মজুমদারকে বেশ কয়েকটি সেভ করতে হয়। তবু গোলশূন্যভাবে প্রথম ৪৫ মিনিট শেষ করে ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে লাল-হলুদ ব্রিগেডকে নিয়ে ছিনিমিনি খেললেন আলাদিন আজারেইরা। ৫৯ মিনিটে প্রথম গোল এল আলবেইচের দুরন্ত শটে। ৬৬ মিনিটে দ্বিতীয় গোল আলাদিনের। ১৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে ফের গোল করলেন তিনি। লাল-হলুদের ভোগান্তি আরও বাড়ায় ৮৪ মিনিটে তন্ময়ের লাল কার্ড। কারণ তারপরেই নর্থ ইস্টের চতুর্থ গোলটি এল ৮৬ মিনিটে।
৪-০ হেরে এবারের মতো আইএসএল অভিযান শেষ ইস্টবেঙ্গলের। শেষ ম্যাচে ভালো পারফর্ম করতে পারলে পয়েন্ট টেবিলে কিছুটা সম্মানজনক জায়গায় থাকতে পারতেন ক্লেটন সিলভারা। তবে এক মরশুমে একটাই ইস্টবেঙ্গলের সেরা পারফরম্যান্স। এই মরশুমে ২৮ পয়েন্ট পেয়েছে লাল-হলুদ ব্রিগেড।
