স্টাফ রিপোর্টার: শনিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় স্থির হয়ে গিয়েছিল তিন সদস্যের একটি কমিটি সব পক্ষের সঙ্গে আলোচনা করে রিপোর্ট পেশ করবে আইএসএল কীভাবে করা যায় তা নিয়ে। সেই কমিটির কাজ শুরু করার কথা সোমবার থেকে। এদিন ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণের তরফে সরকারিভাবে চিঠি দিয়ে বিনয় চোপড়াকে জানানো হয় এই কমিটি ২২-৩০ ডিসেম্বরের মধ্যে আলোচনা করে ২ তারিখ তাদের রিপোর্ট পেশ করবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে। এই কমিটির নাম দেওয়া হয়েছে, আইএসএল ক্লাব-এআইএফএফ সমন্বয় কমিটি।
এদিকে ক্লাব জোট আইএসএল করা নিয়ে ফেডারেশনকে প্রস্তাব দিলেও ইস্টবেঙ্গল সেই জোটের সঙ্গে সহমত নয়। এখনই লিগ আয়োজনের দায়িত্ব কাঁধে নিতে নারাজ ইস্টবেঙ্গল। এদিন লাল-হলুদ শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেন, "ফেডারেশনের লিগ ফেডারেশন লিগ করবে। ফেডারেশন বলুক পারব না, তারপর আমরা এগিয়ে আসব। আমরা ম্যাচ আয়োজন করতে আসিনি। আমরা খেলতে এসেছি। আমাদের বোর্ডে আলোচনা হয়েছে এই বিষয়ে। আগে ফেডারশন বলুক আমরা আয়োজন করতে পারছি না, তাহলে করব। আমি আগের থেকে কেন বলব আমাকে দাও আমাকে দাও। রিল্যায়েন্সের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। ভালোবাসা রয়েছে। অনেকদিন ধরে ওরা ফুটবলকে এগিয়ে নিয়ে চলেছে। ভালো করুক, খারাপ করুক সেটা মানুষ বলবে। নীতা আম্বানি ক্রীড়াকে সাপোর্ট করেছেন। টাটার পর রিল্যায়েন্সের অবদান অনেক। জোটে মানুষ কখন যায়, যাঁর আয়োজনের দায়িত্ব আছে তিনি অপারগ হয়। এখনও তো ফেডারেশন অপারগ নয়। ওরা আগে বলুক তারপর আমরা ভাবব।”
সোমবার ইস্টবেঙ্গল ক্লাবে মেয়েদের সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য ক্লাব পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মুরারী লাল লোহিয়া, সচিব রূপক সাহা, ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায়, আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় ইস্টবেঙ্গল মহিলা দলের কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ সহ অন্য সাপোর্ট স্টাফরা।
