সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএলের সেরা গোলদাতা দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের (Dimitrios Diamantakos) লাল-হলুদ জার্সি গায়ে নেমে পড়া কেবল সময়ের অপেক্ষা। সব ঠিক হয়েই গিয়েছে। ১২ জুন ট্রান্সফার উইন্ডো খুললেই গ্রিক স্ট্রাইকার সরকারি ভাবে ইস্টবেঙ্গলের (East Bengal) সম্পদ হবেন।
গ্রিক স্ট্রাইকারকে দলে নিতে গোড়া থেকেই ঝাঁপিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। সূত্রের খবর অনুযায়ী, ইস্টবেঙ্গলে চূড়ান্ত হয়েই গিয়েছেন দিমিত্রিয়স। তাঁর মেডিক্যাল রিপোর্টের অপেক্ষায় ছিল ইস্টবেঙ্গল। সেই রিপোর্টেও সন্তুষ্ট লাল-হলুদ ব্রিগেড।
[আরও পড়ুন: পরের মরশুমে কতজনকে রিটেন করা যাবে? নয়া ফর্মুলা নিয়ে আলোচনা বোর্ডের]
দুবছরের জন্য ইস্টবেঙ্গলে আসবেন তিনি। গত আইএসএলে কেরালা ব্লাস্টার্সের জার্সিতে খেলেছিলেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। ১৭টি ম্যাচ থেকে ১৩ টি গোল করেছিলেন তিনি। আইএসএলের সেরা গোলদাতা হয়েছিলেন তিনি।
এবার শক্তিশালী দল তৈরি করতে মরিয়া ইস্টবেঙ্গল। রক্ষণে হিজাজি মাহেরের সঙ্গে চুক্তি বাড়িয়েছে ইস্টবেঙ্গল। সল ক্রেসপো, ক্লেটন সিলভার সঙ্গেও চুক্তি বাড়ানো হয়েছে। মাদিহ তালাল ও দিমিকে নিচ্ছে লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাব। আরেকজন বিদেশির সঙ্গে কথা বলছে ইস্টবেঙ্গল। এছাড়াও ঘরোয়া ফুটবলার নেওয়ার প্রক্রিয়াও চলছে।
একসময়ে খবর ছড়িয়েছিল দিমিকে নিয়ে দড়ি টানাটানি চলছিল ইস্টবেঙ্গল আর মুম্বইয়ের মধ্যে। কিন্তু দিমির ঠিকানা যে কলকাতা, তা পরিষ্কার হয়ে যায় শেষ ল্যাপে। গ্রিক তারকাকে ছিনিয়ে নিয়ে ইস্টবেঙ্গল জমিয়ে দিল দলবদলের বাজার।
মোহনবাগানে রয়েছেন দিমিত্রি পেত্রাতোস। তাঁকে সমর্থকরা আদর করে দিমি বলে ডাকেন। ইস্টবেঙ্গলেও আসতে চলেছেন আরেক দিমি। ডার্বি দেখবে দুই দিমির লড়াই।