সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনিয়র দল দুরন্ত খেলে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে। তারপর মঙ্গলবার নৈহাটি স্টেডিয়ামে ঘরোয়া লিগে লাল-হলুদের যুবরা নামতে চলেছে রেলওয়ে এফসির বিরুদ্ধে। লিগ টেবিলের যেখানে লাল-হলুদ ব্রিগেড গ্রুপ এ-তে তৃতীয় স্থানে রয়েছে, সেখানে রেল দলটি কার্যত অবনমনের আশঙ্কায় ভুগছে।
গত ম্যাচের আগে রেলওয়ে এফসি দলের দায়িত্বে এসেছেন প্রাক্তন ইস্টবেঙ্গল তারকা ফুটবলার মেহতাব হোসেন। রেল দলের কোচ হিসাবে দায়িত্ব নিয়েই হারের ধাক্কা সামলে গত ম্যাচে জর্জের সঙ্গে ড্র করেছে তারা। এবার তাদের সামনে বিনো জর্জের ছেলেরা।
সাত ম্যাচে একটা মাত্র ম্যাচ জয়ের মুখ দেখা রেলওয়ে এফসির বিরুদ্ধে দলের কোনও সিনিয়র ফুটবলারকে ব্যবহার করবেন না বিনো। তবে চোট কাটিয়ে ফিরতে পারেন আক্রমণভাগের ফুটবলার মনোতোষ মাঝি। সেটা আবার নির্ভর করবে দলের ডাক্তারের পরামর্শ অনুযায়ী। তিনি যদি অনুমতি দেন তাহলেই মনোতোষকে ব্যবহার করবেন বিনো। নয়তো ঝুঁকি নেবেন না তিনি। প্রথম একাদশে না থাকার সম্ভাবনা গোলকিপার আদিত্য পাত্রেরও। প্রথম একাদশে ফিরতে পারেন নাসিবুর রহমানও। যদি মনোতোষ না খেলতে পারেন তাহলে তাঁর পরিবর্তে আশিক।
আজ কলকাতা লিগে
ইস্টবেঙ্গল বনাম রেলওয়ে এফসি
নৈহাটি স্টেডিয়াম, দুপুর ৩.০০ এসএসইএন অ্যাপে
