shono
Advertisement

Breaking News

SAFF Club Women's Championship

ছেলেদের সুপার কাপ হারের জ্বালা মেটাল 'মশাল গার্লস'! জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু ইস্টবেঙ্গলের

একমাত্র ভারতীয় ক্লাব হিসেবে এই টুর্নামেন্টে খেলছে ইস্টবেঙ্গল।
Published By: Arpan DasPosted: 04:09 PM Dec 08, 2025Updated: 04:43 PM Dec 08, 2025

ইস্টবেঙ্গল: ৪ (ফাজিলা ২, সুলঞ্জনা, রেস্টি)
ট্রান্সপোর্ট: ০

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বপ্নের ফর্মে ইস্টবেঙ্গলের মহিলা দল। অল্পের জন্য এএফসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের নকআউট পর্ব হাতছাড়া হয়েছিল। সেই 'আক্ষেপ' মেটাতে যেন আরও মরিয়া হয়ে মহিলাদের সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে নেমেছে 'মশাল গার্লস'। আর সেই মশালের আগুনে পুড়ে ছারখার ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড লেডিস এফসি। তাদের ঘরের মাঠ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ৪-০ গোলে জিতল ইস্টবেঙ্গল।

প্রথমবার যেমন এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে, তেমনই প্রথম ভারতীয় ক্লাব হিসাবে এই প্রতিযোগিতা খেলার সুযোগ পেয়েছেন লাল-হলুদের মেয়েরা। ইস্টবেঙ্গলের এই প্রতিযোগিতায় প্রথম ম্যাচ সোমবার হলেও, ট্রান্সপোর্ট ইউনাইটেডের এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে ভুটানের ক্লাব পাকিস্তানের করাচি সিটি এফসির বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে। ইস্টবেঙ্গল মহিলা দলের এটি দ্বিতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতা। ম্যাচে জেতা নিয়ে যে লাল-হলুদ বাহিনী আত্মবিশ্বাসী, তা আগেই জানিয়েছিলেন কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ।

ম্যাচে সেই আত্মবিশ্বাসী চুঁইয়ে পড়ল। ঘরের মাঠে দাগ কাটতে পারেনি ট্রান্সপোর্ট। ইস্টবেঙ্গল গোল দেওয়া শুরু করল ৩৫ মিনিটে। শেষ গোল ৭২ মিনিটে। কিন্তু গোটা ম্যাচের রাশই ছিল 'মশাল গার্লসে'র হাতে। প্রথম গোলটি করেন ফাজিলা ইকওয়াপুট। শরীরে ছুড়ে হেডে জালে বল জড়িয়ে দেন তিনি। প্রথমার্ধে আর গোল হয়নি।

পরের তিনটি গোল এল ১৪ মিনিটের মধ্যে। ৫৮ মিনিটে ফাজিলার অনবদ্য অ্যাসিস্ট থেকে গোল করেন সুলঞ্জনা রাউল। ৫ মিনিট পর আবার গোল। এবারও নেপথ্যের কারিগর উগান্ডার স্ট্রাইকার। তাঁর থেকে পাস পেয়ে ব্যবধান বাড়ান স্বদেশীয় রেস্টি নানজিরি। চতুর্থ গোলটি ফাজিলা-সুলঞ্জনা যুগলবন্দীর ফসল। ৭২ মিনিটে ৪-০ করেন ফাজিলা। এই মুহূর্তে ৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে ইস্টবেঙ্গল। রবিবারই সুপার কাপ ফাইনালে হেরে এশিয়ার মঞ্চে যাওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে লাল-হলুদের ছেলেদের। সেখানে দেশের বাইরের টুর্নামেন্টে দাপট বজায় রেখেছে ইস্টবেঙ্গলের মেয়েরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্বপ্নের ফর্মে ইস্টবেঙ্গলের মহিলা দল। অল্পের জন্য এএফসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের নকআউট পর্ব হাতছাড়া হয়েছে।
  • সেই 'আক্ষেপ' মেটাতে যেন আরও মরিয়া হয়ে মহিলাদের সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে নেমেছিল 'মশাল গার্লস'রা।
  • আর সেই মশালের আগুনে পুড়ে ছারখার ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড লেডিস এফসি।
Advertisement