সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুম থেকে উঠেই দেখলেন, ইনস্টাগ্রামে ব্লক করে দিয়েছে ছেলে! এমনই তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হলেন প্রাক্তন ফুটবলার ডেভিড বেকহ্যাম। বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, জ্যেষ্ঠপুত্র ব্রুকলিনের সঙ্গে ডেভিড এবং ভিক্টোরিয়া বেকহ্যামের দূরত্ব বাড়ছে। সম্পর্কে বাড়ছে তিক্ততাও। সেই পারিবারিক ফাটলের ছবি এবার স্পষ্ট হয়ে গেল সোশাল মিডিয়াতেও।
সোমবার সকালে ঘুম থেকে উঠেই তারকাদম্পতি আবিষ্কার করেন, ইনস্টাগ্রামে তাঁদের ব্লক করে দিয়েছেন ব্রুকলিন। শুধু তাই নয়, ভাই রোমারিও এবং ক্রুজকেও ব্রুকলিন পাঠিয়েছেন ব্লক লিস্টে। উল্লেখ্য, প্রায় বছরতিনেক ধরেই ব্রুকলিনের সঙ্গে পরিবারের বাকি সদস্যদের সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। সম্প্রতি সেই ফাটল বেশ ভালোমতোই চোখে পড়ছিল বেকহ্যামের ভক্তকুলের। তবে এবার ব্রুকলিন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, নিজেকে বেকহ্যাম পরিবারের সঙ্গে জড়িয়ে রাখতে চান না তিনি।
ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলারের ঘনিষ্ঠ সূত্রের দাবি, প্রায় বছরখানেক বেকহ্যাম পরিবারের যাবতীয় অনুষ্ঠান থেকে নিজেকে সরিয়ে রেখেছেন ব্রুকলিন। বাবার ৫০তম জন্মদিন উদযাপন, নাইটহুড প্রাপ্তি- জ্যেষ্ঠপুত্রকে কোনওটাতেই দেখা যায়নি। নিজের বিবাহবার্ষিকীতেও পরিবারের কাউকে ডাকেননি ব্রুকলিন। বর্তমানে বড়দিন-নতুন বছরের ছুটিও তিনি কাটাবেন স্ত্রী নিকোলা ও তাঁর পরিবারের সঙ্গে। এগুলো থেকেই বেকহ্যামের পরিবারে ফাটলের স্পষ্ট ইঙ্গিত ছিল।
তিনবছর আগে বিয়ের সময় থেকেই নাকি পরিবারের সঙ্গে ব্রুকলিনের দূরত্ব বেড়েছে। নিজের নাম থেকে বেকহ্যাম পদবি সরিয়ে স্ত্রীর পেলৎজ পদবি নিতে চেয়েছেন ব্রুকলিন, এমনটাও শোনা যায়। উল্লেখ্য, ব্রুকলিন নাকি বাবার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক অনুভব করেননি। তাঁর মনে হত বাবার সঙ্গে সম্পর্ক কেবলই ব্যবসায়িক। সেকারণেই পরিবারের সঙ্গে ব্রুকলিনের দূরত্ব বেড়েছে। এবার গোটা পরিবারকেই ব্লক করে দিলেন ব্রুকলিন, উৎসবের মরশুমে।
