shono
Advertisement
East Bengal Women

মশাল গার্লসের জন্য বিমানবন্দরে জনজোয়ার, সাফ জিতে আইডব্লিউএলে নজর ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতে ইতাহাস গড়ার পর কাঠমাণ্ডু থেকে কলকাতায় ফিরেছে ইস্টবেঙ্গল দল।
Published By: Anwesha AdhikaryPosted: 11:12 AM Dec 22, 2025Updated: 01:21 PM Dec 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতে ইতাহাস গড়ার পর কাঠমাণ্ডু থেকে কলকাতায় ফিরেছে ইস্টবেঙ্গল দল। রবিবার রাতে ফাজিলা ইকুয়াপুটদের স্বাগত জানাতে কয়েকশো ইস্টবেঙ্গল সমর্থক লাল হলুদ পতাকা, ব্যানার নিয়ে হাজির হয়েছিলেন বিমানবন্দরে। কেউ কেউ আবার লাল-হলুদ পতাকার সঙ্গে নিয়ে এসেছিলেন জাতীয় পতাকাও। সুলঞ্জনা রাউলরা ট্রফি নিয়ে বাইরে আসতেই উচ্ছাসে ফেটে পড়েন তাঁরা।

Advertisement

বিমানবন্দরে এই উচ্ছ্বাস দেখে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ গোলদাতা ও সেরা ফুটবলারের পুরস্কার পাওয়া লাল-হলুদের বিদেশি ফুটবলার ফাজিলা ইকুয়াপুত বলেন, "এমন অভ্যর্থনা পাব আশা করিনি।" সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জয়ের সুবাদেই সোমবার দুপুরে ক্লাবের পতাকা তোলা হবে। তবে দলের কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ এখন ফোকাস করতে চান আইডব্লুএলের দিকেই। আগামী বুধবার সেতুর বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে কল্যাণী স্টেডিয়ামে। যেহেতু গতবার আইডব্লুএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে ইস্টবেঙ্গলের বিজয় রথ এগিয়েই চলছে, তাই এবারও এই টুর্নামেন্টকে অগ্রাধিকার দিতে চাইছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।

সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জয়ের পর অ্যান্থনি অ্যান্ড্রুজ বলেন, "একটা মরশুমে তিনটে ট্রফি জয় কখনই সহজ কাজ নয়। এটা দলগত প্রচেষ্টার ফসল। সত্যি ভালো খেলেছি এই মরশুমে। নেপালে যাওয়ার আগে আমাদের প্রস্তুতি ভালো ছিল। আবার আইডব্লুএল নিয়ে ভাবতে হবে। এই জয়ের আনন্দ উপভোগ করে দ্রুত আইডব্লুএলে ফোকাস করাই আমাদের লক্ষ্য।" উল্লেখ্য, গত মরশুমে মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে খেলেছিল ইস্টবেঙ্গল। তবে শেষ আটে ওঠা হয়নি মশাল গার্লসদের। এবার সেই স্বপ্নপূরণ করতে মরিয়া অ্যান্থনিরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জয়ের সুবাদেই সোমবার দুপুরে ক্লাবের পতাকা তোলা হবে।
  • যেহেতু গতবার আইডব্লুএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে ইস্টবেঙ্গলের বিজয় রথ এগিয়েই চলছে, তাই এবারও এই টুর্নামেন্টকে অগ্রাধিকার দিতে চাইছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।
  • উল্লেখ্য, গত মরশুমে মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে খেলেছিল ইস্টবেঙ্গল। তবে শেষ আটে ওঠা হয়নি মশাল গার্লসদের।
Advertisement