সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনকয়েক আগেই আইএফএ শিল্ড ফাইনালে মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল-মোহনবাগান। সেই ম্যাচ হারতে হয়েছে লাল-হলুদ ব্রিগেডকে। এবার সুপার কাপে দুই প্রধান আবারও মুখোমুখি হচ্ছে। সেমিফাইনালে যাওয়ার রাস্তা খোলা রয়েছে দুই দলের সামনে। শেষ পর্যন্ত একটাই দল উঠতে পারবে সেমিফাইনালে। তার জন্য অবশ্য রয়েছে একগুচ্ছ জটিল অঙ্ক।
ইস্টবেঙ্গলের জন্য অনেক সহজ সেমির রাস্তা। আপাতত গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছেন মহেশ সিংরা। শুক্রবারের ডার্বিতে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত। ড্র হলে অবশ্য সেমিফাইনালে যাওয়ার রাস্তা খানিক জটিল হবে। সেক্ষেত্রে ডেম্পোর পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকতে হবে অস্কার ব্রুজোকে। ডার্বি ড্র হওয়ার পরে ডেম্পো যদি চার গোলের ব্যবধানে চেন্নাইয়িনকে হারিয়ে দেয়, তাহলে লটারির মাধ্যমে সেমিফাইনালিস্ট বেছে নেওয়া হবে।
শুক্রবারের ডার্বি অবশ্য মোহনবাগানের কাছে নকআউট ম্যাচ। জিততেই হবে। ড্র করলেও বিদায় নিতে হবে সুপার কাপ থেকে। চেন্নাইয়িন এফসিকে হারিয়ে সুপার কাপ শুরু করলেও ডেম্পোর বিরুদ্ধে হোঁচট খেয়েছেন আইএসএল চ্যাম্পিয়নরা। তাই ডার্বি জেতাটাই মোহনবাগানের কাছে একমাত্র রাস্তা সেমিতে যাওয়ার জন্য।
অঙ্কের বিচারে দুই প্রধানকে ছিটকে দিয়ে সেমিতে জায়গা করে নিতে পারে ডেম্পো। তবে তার জন্য শুক্রবারের ডার্বি ড্র হওয়া দরকার। যদি ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ অমীমাংসিত থাকে, তাহলে অন্তত ৫ গোলের ব্যবধানে ডেম্পোকে জিততে হবে। কিন্তু ডার্বি ড্র হওয়ার পরে ডেম্পো যদি ৪-০ গোলে জেতে, তাহলে ইস্টবেঙ্গলের সঙ্গে ডেম্পোর পয়েন্ট, গোল পার্থক্য সমান হবে। তখন দুই দলের মধ্যে লটারি হবে। কিন্তু ডেম্পো যদি চার গোলের ব্যবধানে জিততে না পারে তাহলে ডার্বি ড্র করেও সেমিতে যাবে ইস্টবেঙ্গল।
