সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোদ্দো বছর পর আবারও যুবভারতী স্টেডিয়াম সাক্ষী থাকবে মেসি ম্যাজিকের। আগামী ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে স্বমহিমায় দেখা মিলবে আর্জেন্টাইন মহাতারকার। যা নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। হু হু করে বিক্রি হচ্ছে টিকিট। কলকাতার পাশাপাশি মুম্বই এবং দিল্লিতেও পা রাখবেন লিও মেসি। এহেন স্বপ্নের সওদাগরকে যদি ছুঁয়ে দেখা যেত! না, এমনটা আর শুধুই কল্পনা নয়, ভারত সফরে সত্যিই বিশ্বজয়ী তারকাকে স্পর্শ করে দেখার সুযোগ মিলবে। পেয়ে যেতে পারেন মেসির অটোগ্রাফ দেওয়া জার্সি। এমনকী এলএম টেনের সঙ্গে তুলতে পারবেন সেলফিও। আয়োজকরা সেই ব্যবস্থা করছে বলেই খবর।
তবে মেসি বলে কথা। তাঁকে ছুঁতে হলে মোটা অঙ্কের অর্থ খরচ তো করতেই হবে। মেসিকে যাতে তাঁর ভক্তরা আরও কাছ থেকে দেখার সুযোগ পায়, তার জন্য একাধিক প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে। সেই প্যাকেজের সৌজন্যেই ফুটবলের রাজপুত্রের ভারত সফরকে স্মরণীয় করে রাখতে পারবেন অনুরাগীরা। চলুন দেখে নেওয়া যাক, মেসির ছোঁয়া পেতে হলে কত গ্যাঁটের কড়ি খরচ করতে হবে।
GOAT ফ্যান এক্সপিরিয়েন্স
এই প্যাকেজে মেসির সঙ্গে সাক্ষাৎ করে করমর্দন করতে পারবেন ভক্তরা। তুলতে পারবেন সেলফি। পাশাপাশি পেয়ে যাবেন মেসির সই করা আর্জেন্টিনার জার্সি। এছাড়াও মেসি-সহ ওই অনুষ্ঠানে উপস্থিত বলিউড তারকাদের সঙ্গে বসে খাওয়াদাওয়াও করতে পারবেন। এর জন্য খরচ ৯ লক্ষ ৯৫ হাজার টাকা (সঙ্গে জিএসটি)।
ফাদার, সন এক্সপিরিয়েন্স
আপনার সন্তান কি মেসিভক্ত? তাহলে মেসিকে কাছ থেকে দেখার এটাই সুবর্ণ সুযোগ। আলাদা করে আপনার সন্তানকে সময় দেবেন মহাতারকা। মেসির সই করা দুটি আর্জেন্টিনার জার্সির পাশাপাশি তাঁকে পাশে নিয়েই দেখতে পারবেন তাঁর বিখ্যাত পেনাল্টি শট। খরচ সাড়ে ১২ লক্ষ টাকা। এছাড়াও মেসির সঙ্গে বসে খাওয়ার ব্যবস্থাও থাকবে।
ফ্যামিলি এক্সপিরিয়েন্স
২৫ লক্ষ টাকা খরচ করতে পারলে মহাতারকার সঙ্গে আলাদা করে সাক্ষাৎ, ছবি তোলার পাশাপাশি দু'জন পেয়ে যাবেন মেসির সই করা জার্সি। পাশাপাশি চারজন একসঙ্গে বসে খাওয়াদাওয়া করে মেসির সঙ্গে সময় কাটাতে পারবেন।
কর্পোরেট ফেলিসিটেশন প্যাকেজ
কোনও কর্পোরেট সংস্থা চাইলে মেসির সঙ্গে তাদের ব্র্যান্ডের প্রচার করতে পারবে। সংস্থার ১০ জন এলএম টেনের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর হাতে তুলে দিতে পারবেন মেমেন্টো। বাকি প্যাকেজের মতো এখানেও জার্সি, খাবার ও ছবি তোলার সুযোগ তো রয়েইছে। খরচ হবে ৯৫ লাখ টাকা।
তবে যা খবর, এই প্যাকেজ মুম্বই ও দিল্লিতে পাওয়া যাবে। কলকাতার মেসিভক্তরা হয়তো এই সুযোগ পাবেন না।
