সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিয়াল মাদ্রিদ পারেনি। কিন্তু তাদের চিরপ্রতিদ্বন্দ্বীরা স্বমহিমায়। বরুশিয়া ডর্টমুন্ডকে গোলের মালা পরাল বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচে ৪-০ গোলে জিতে অ্যাডভান্টেজ কাতালানরা।
বুধবার রাতেের মেগা কোয়ার্টার ফাইনালে সমস্ত বিভাগেই ডর্টমুন্ডকে টেক্কা দিয়েছে বার্সেলোনা। ৬১ শতাংশ বল পজেশন ছিল। লেয়নডস্কিরা গোলমুখী শট নেন ১০টি। তার মধ্যে গোলে ঢোকে চারটি। প্রথমার্ধের ২৫ মিনিটে বার্সাকে এগিয়ে দেন রাফিনহো। এরপর বেশ কিছু সুযোগ পেলেও আর গোল হয়নি প্রথমার্ধে।

দ্বিতীয়ার্ধে হ্যান্সি ফ্লিকের দল যেন গোলের মালা পরানোর চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামে। দ্বিতীয়ার্ধ শুরুর ৩ মিনিটের মধ্যেই স্কোর লাইন ২-০ করেন রবার্ট লেয়নডস্কি। অসাধারণ পাস বাড়িয়েছিলেন রাফিনহো। ৬৬ মিনিটে নিজের প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে ফের বল জালে জড়ান ৩৬ বছরের এই পোলিশ ফরওয়ার্ড। ৭৭ মিনিটে ডর্টমুন্ডের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন তরুণ তুর্কি লামিনে ইয়ামাল।
এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার দোরগোড়ায় পৌঁছে গেল হ্যান্সি ফ্লিকের ছেলেরা। ২০১৯ সালে শেষবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিতে খেলেছিল বার্সা। এই ম্যাচ জেতার পর টানা ২৩ ম্যাচ অপরাজিত তারা। ম্যাচের পর বার্সা কোচ বলেন, "আমরা ভালো খেলেছি। তবে এখনও একটা ম্যাচ বাকি। ফোকাস ধরে রাখতে হবে। জেতাই একমাত্র লক্ষ্য থাকবে। মনে রাখতে হবে, এখনও কিন্তু সেমিফাইনালে উঠিনি। আগামী সপ্তাহে একই রকম ভালো খেলতে হবে।"
অন্যদিকে লেয়নডস্কির কথায়, "দল ভালো খেলেছে। তবে এখনও একটা ম্যাচ বাকি। বার্সেলোনার মতোই সবসময় খেলতে চাই। একইভাবে খেলে আমরা জার্মানিতেও জিততে চাইব।" অন্য ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি।