shono
Advertisement
East Bengal Women

বলে বলে ৯ গোল, হ্যাটট্রিক ফাজিলা-সৌম্যার, বিপক্ষকে গুঁড়িয়ে টানা ৩ জয় ইস্টবেঙ্গলের

প্রথমার্ধেই ৬ গোল করে 'মশাল গার্লস'।
Published By: Arpan DasPosted: 07:16 PM Dec 30, 2025Updated: 08:04 PM Dec 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইডব্লিউএলে আগুনে ফর্মে ইস্টবেঙ্গল। আগের দু'টি জয় পেলেও তা একতরফা ছিল না। কিন্তু মঙ্গলবার সেসা এফসি'র বিরুদ্ধে লাল-হলুদের মেয়েরা দেখাল দাপট কাকে বলে! এক নয়, দুই নয়, তিন নয়। একেবারে ৯ গোলে জিতল অ্যান্থনি অ্যান্ড্রুজের দল। যার মধ্যে তিন গোল সৌম্যা গুগুলোথের, চারটি ফাজিলা ইকুয়াপুটের।

Advertisement

আগের দু'টি ম্যাচে সেতু এফসি ও গারওয়াল এফসি'কে হারিয়েছিল 'মশাল গার্লস'। মঙ্গলবার কল্যাণী স্টেডিয়ামে সেসা এফসি'কে দাঁড়াতেই দেয়নি ইস্টবেঙ্গল। ৭ মিনিটে প্রথম গোল করেন সৌম্যা। তার ঠিক দু'মিনিটের মাথায় এই ম্যাচে নিজের প্রথম গোলটি করেন ফাজিলা। ১৮ মিনিটে সঙ্গ দেন সুলঞ্জনা রাউল। সেসার গোলকিপারের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান বাড়ান তিনি। পরের ৭ মিনিটের মধ্যে জোড়া গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ফাজিলা। যার মধ্যে প্রথম গোলটি রীতিমতো উড়ে এসে। ৪০ মিনিটে গোল করেন রেস্টি নানজিরি। বাঁপ্রান্ত ধরে একাই বক্সের মধ্যে ঢুকে পড়ে জালে বল জড়ান তিনি। প্রথমার্ধেই ইস্টবেঙ্গল এগিয়ে ছিল ৬-০ গোলে।

দ্বিতীয়ার্ধেও ম্যাচ একতরফা হয়েছে ঠিকই। কিন্তু গোল হল তিনটি। ৫৪ মিনিটে সপ্তম গোলটি করেন সৌম্যা। এবার বাঁদিক থেকে বক্সের মধ্যে ঢুকে পড়েন ফাজিলা। নিজেই গোল করতে পারতেন। তবে সেটা না করে পাস দেন সৌম্যকে। ফাঁকা গোলে বল ঠেলে দেন তিনি। ৭২ মিনিটে ফের ব্যবধান বাড়ান ফাজিলা। মাঝমাঠ থেকে বল পেয়ে গোলকিপারকে কাটিয়ে জালে বল জড়ান তিনি। ৮৬ মিনিটে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন সৌম্যা। আর তারপরই 'সিউউউ' সেলিব্রেশনে মেতে ওঠেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত এই ফুটবলার।

আইডব্লিউএলে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। এবারও চ্যাম্পিয়নের মতোই খেলছে অ্যান্থনি অ্যান্ড্রুজের দল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইডব্লুএলে আগুনে ফর্মে ইস্টবেঙ্গল। আগের দু'টি জয় পেলেও তা একতরফা ছিল না।
  • কিন্তু মঙ্গলবার সেসা এফসি'র বিরুদ্ধে লাল-হলুদের মেয়েরা দেখাল দাপট কাকে বলে।
  • এক নয়, দুই নয়, তিন নয়। একেবারে ৯ গোলে জিতল অ্যান্থনি অ্যান্ড্রুজের দল।
Advertisement