shono
Advertisement

Breaking News

Super Cup semi-final

মাঠে নামার আগেই লালকার্ড দেখলেন এফসি গোয়ার অধিনায়ক! কারণটা কী?

রবিবার ফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কে?
Published By: Subhajit MandalPosted: 10:18 AM Dec 05, 2025Updated: 10:18 AM Dec 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠে নামার আগেই লালকার্ড। সুপার কাপের সেমিফাইনালে খেলতেই পারলেন না গোয়ার অধিনায়ক ইকের গুরোক্সেনা। এফসি গোয়া বনাম মুম্বই সিটি এফসির দ্বিতীয় সেমিফাইনালে বিরল ঘটনা। শেষ পর্যন্ত অবশ্য অধিনায়ককে ছাড়াই মুম্বইকে হারিয়ে ফাইনালে উঠেছে গোয়া।

Advertisement

কিন্তু মাঠে নামার আগে কেন লালকার্ড দেখলেন গুরোক্সেনা? জানা যাচ্ছে, গুরোক্সেনা মাঠে নামার আগে যখন টানেল দাঁড়িয়ে ছিলেন তখন রেফারি প্রতীক মণ্ডল লক্ষ্য করেন, গোয়ার অধিনায়ক জার্সির নিচে যে টি-শার্টটি পরেছিলেন, সেটি বিপক্ষ দলের জার্সির মতো। ফলে সমস্যা হতে পারে। তিনি গোয়ার অধিনায়ককে সেটি বদলে নিতে বলেন। সেটাই নিয়ম। কারও পোশাকে রেফারি আপত্তি জানালে সেটা বদলে নিতে হয় ফুটবলারদের। কিন্তু গুরোক্সেনা রেফারির সেই নির্দেশ মানতে চাননি। উলটে তর্ক জুড়ে দেন। উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যেই রেফারি গোয়ার অধিনায়ককে লালকার্ড দেখিয়ে দেন।

তাহলে কি ১০ জনে খেলতে হল এফসি গোয়াকে? না। ফুটবলের নিয়ম অনুযায়ী কোনও ফুটবলার যদি মাঠে নামার আগেই লালকার্ড দেখেন তাহলে তাঁর পরিবর্তে অন্য ফুটবলার নামানো যায়। সেই নিয়মেই গুরোক্সেনার বদলে জাভিয়ের সিভিরিও-কে নামায় গোয়া। শেষ পর্যন্ত গোয়াই ম্যাচটি জিতে নেয়।

এ দিন দ্বিতীয় সেমিফাইনালে ঘরের মাঠে খেলা এফসি গোয়া ২-১-এ হারায় মুম্বই সিটি এফসি-কে। দু’বারের সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া জোড়া গোলে এগিয়ে যাওয়ার পর একটি গোল শোধ করে মুম্বই সিটি এফসি। প্রথমার্ধে গোয়ার দলের পক্ষে তিন মিনিটের মধ্যে দু’টি গোল করেন ব্রাইসন ফার্নান্ডেজ (২১) ও ডেভিড তিমর (২৩)। মুম্বইয়ের পক্ষে একমাত্র গোলটি করেন ব্র্যান্ডন ফার্নান্ডেজ (৫৯)। এই নিয়ে টানা তিনবার সুপার কাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেল মুম্বই সিটি এফসি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • খেলতেই পারলেন না গোয়ার অধিনায়ক ইকের গুরোক্সেনা।
  • এফসি গোয়া বনাম মুম্বই সিটি এফসির দ্বিতীয় সেমিফাইনালে বিরল ঘটনা।
Advertisement