সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫২ মিনিটে হেড থেকে গোল করলেন ক্রিশ্চিয়ান গ্রে। ফুটবলবিশ্বে সেভাবে কেউ নামই জানেন না। কিন্তু তাঁর একটা গোলই নিউজিল্যান্ডে আনন্দ উৎসব। না, এমন কিছু কৃতিত্বও গড়েননি। ফিফা ক্লাব বিশ্বকাপে তাঁর গোলে ড্র করে অকল্যান্ড সিটি। এমন নয় যে, পরের রাউন্ডেও গিয়েছে নিউজিল্যান্ডের ক্লাব। কিন্তু এই একটি গোলেই রঙিন গল্প লিখে ফেললেন গ্রে।
অকল্যান্ড সিটি আগের দুটি ম্যাচেই হেরেছিল। বায়ার্ন মিউনিখের কাছে হজম করেছিল ১০ গোল। বেনফিকা দিয়েছিল ৬টি গোল। দুটি ম্যাচে যে দল ১৬ গোল হজম করেছে, সেই দল লিগ পর্যায় শেষ করল ড্র দিয়ে। তাও সেটা আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়ার্সের বিরুদ্ধে। যে ক্লাবে একসময় খেলতেন দিয়েগো মারাদোনা। এখন খেলেন এডিনসন কাভানি। সেই বোকা জুনিয়ার্সকে আটকে দিয়ে তাদের ছিটকে দিল অকল্যান্ড সিটি। যারা কি না পেশাদার ক্লাবই নয়।
গোলকিপার নাথান কাইল গ্যারোর আত্মঘাতী গোলে প্রথমেই পিছিয়ে পড়ে অকল্যান্ড। ২০ বছর বয়সি আসলে ছাত্র, অবসর সময়ে ফুটবল খেলেন। ৫২ মিনিটে জার্সন লাগোসের কর্নার থেকে গোল করেন ক্রিশ্চিয়ান গ্রে। লাগোস একটি সেলুন চালান আর গ্রে পেশায় স্কুলশিক্ষক। গোটা টিমের প্রায় অধিকাংশ ফুটবলারই অপেশাদার। তাঁদের 'বীরত্বে' উৎসবে মেতেছে নিউজিল্যান্ড। গ্রে বলছেন, "আমরা তো স্বেচ্ছাসেবক। টাকাপয়সা নেই। কিন্তু আজ আমরা প্রাপ্যসম্মান আদায় করে নিয়েছি। সবাই খুশি হওয়ায় আমরাও খুশি।"
অন্যদিকে এই গ্রুপে বায়ার্ন মিউনিখ ১-০ গোলে হারল পর্তুগালের ক্লাব বেনফিকার কাছে। গ্রুপ পর্যায়ে তারা দ্বিতীয় স্থানে শেষ করল। শেষ ষোলোয় হ্যারি কেনদের সামনে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো।
