সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ার ফুটবলপ্রেমীদের বরাবরের আক্ষেপ খেলা দেখার চক্করে বারোটা বেজে যায় ঘুমের। রোজকার রুটিন ঘেঁটে ঘ। ফলে কাজেও মন বসে না। আপনিও যদি সেই তালিকায় থাকেন তাহলে আপনার জন্য দুঃসংবাদ-সুসংবাদ দুটোই আছে। দুঃসংবাদ হল, প্রতিবছরের মতো এ বছরও রাত জাগতে হবে। একদিনে একাধিক প্রিয় দলের খেলা দেখার জন্য হয়তো সারারাতও জেগে বসে থাকতে হতে পারে।
আর সুসংবাদ হল, সব খেলা দেখার জন্য রাত জাগার দরকার নেই। কোনও কোনও খেলা দেখা যাবে সন্ধেবেলা, ভোরবেলা, এমনকী সকাল বেলাতেও। আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচই যেমন রয়েছে ভোর এবং সকালের দিকে। আসলে এবারের বিশ্বকাপ হচ্ছে ৩টি দেশে। ৩ দেশের টাইম জোন আলাদা। তাই কোনও ম্যাচ সন্ধেয়, কোনও ম্যাচ আবার পরদিন সকালে। তাছাড়া এবার ম্যাচের সংখ্যা অনেক বেশি হওয়ায় এক দিনে ৪-৫টি পর্যন্ত ম্যাচ রেখেছে ফিফা। ফলে সন্ধে থেকে ভোর-টানা একের পর এক ম্যাচ আয়োজিত হবে।
একনজরে ভারতীয় সময় অনুযায়ী বড় দলগুলির সূচি:
আর্জেন্টিনা:
১৭ জুন ভোর ৭:৩০ মিনিট: আর্জেন্টিনা বনাম আলজেরিয়া
২২ জুন রাত ১১:৩০ মিনিট: আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া
২৮ জুন সকাল ৮:৩০ মিনিট: আর্জেন্টিনা বনাম জর্ডন
ব্রাজিল:
১৪ জুন ভোর ৪:৩০ মিনিট: ব্রাজিল বনাম মরক্কো
২০ জুন সকাল ৭:৩০ মিনিট: ব্রাজিল বনাম হাইতি
২৫ জুন ভোর ৪:৩০ মিনিট: ব্রাজিল স্কটল্যান্ড
স্পেন:
১৫ জুন রাত ১০:৩০ মিনিট: স্পেন বনাম কেপ ভার্দে
২১ জুন রাত ১০:৩০ মিনিট: স্পেন বনাম সৌদি আরব
২৭ জুন ভোর ৬:৩০ মিনিট: স্পেন বনাম উরুগুয়ে
ফ্রান্স:
১৬ জুন রাত ১:৩০ মিনিট: ফ্রান্স বনাম সেনেগাল
২২ জুন রাত ৩:৩০ মিনিট: ফ্রান্স বনাম ফিফা কোয়ালিফায়ার
২৬ জুন রাত ১:৩০ মিনিট: ফ্রান্স বনাম নরওয়ে
পর্তুগাল:
১৭ জুন রাত ১১:৩০ মিনিট: পর্তুগাল বনাম ফিফা কোয়ালিফায়ার
২৩ জুন রাত ১১:৩০ মিনিট: পর্তুগাল বনাম উজবেকিস্তান
২৮ জুন সন্ধে ভোর ৬:০০: পর্তুগাল বনাম কলম্বিয়া
ইংল্যান্ড:
১৭ জুন রাত ২:৩০ মিনিট: ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া
২৩ জুন রাত ২:৩০ মিনিট: ইংল্যান্ড বনাম ঘানা
২৭ জুন রাত ৩:৩০ মিনিট: ইংল্যান্ড বনাম পানামা
জার্মানি:
১৪ জুন রাত রাত ১১:৩০ মিনিট: জার্মানি বনাম কুরাসাও
২০ জুন রাত ২:৩০ মিনিট: জার্মানি বনাম আইভরি কোস্ট
২৫ জুন রাত ২:৩০ মিনিট: জার্মানি বনাম ইকুয়েডর
প্রথম ম্যাচ
১১ জুন রাত ১.৩০ মিনিট মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা
ফাইনাল
১৯ জুলাই রাত ১.৩০ মিনিট
*ভারতীয় সময় অনুযায়ী
