shono
Advertisement
Gautam Gambhir

গম্ভীরের ক্লাসে খুদে ফুটবলাররা, ক্রিকেট ‘গুরু’র পরামর্শে সমৃদ্ধ মেহতাবের অ্যাকাডেমির শিক্ষার্থীরা

মেহতাবকে কী টিপস পেলেন জাতীয় দলের কোচ?
Published By: Arpan DasPosted: 02:27 PM Nov 15, 2025Updated: 02:27 PM Nov 15, 2025

শিলাজিৎ সরকার: তিনি দু’বারের বিশ্বজয়ী ক্রিকেটার। বর্তমানে জাতীয় ক্রিকেট দলের কোচ। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টের জন্য এসেছেন কলকাতায়। আর ফ্রিডম সিরিজের প্রথম ম্যাচে নামার আগে তাঁর কাছে ক্লাস করে গেল খুদে ফুটবলাররাও। তারা সমৃদ্ধ হল দেশের অন্যতম সেরা ক্রীড়াবিদের পরামর্শ পেয়ে।

Advertisement

ইডেন টেস্টের প্রাক্-সন্ধ্যায় এমনই ভিন্ন মেজাজে পাওয়া গেল গৌতম গম্ভীরকে। প্রাক্তন জাতীয় ফুটবলার মেহতাব হোসেনের অ্যাকাডেমির জনা কুড়ি খুদে ফুটবলারের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় কোচ। সেখানে ফুটবলারদের নানা প্রশ্নের জবাব দিলেন গম্ভীর। জাতীয় কোচের পরামর্শ, “ঠিকমতো পরিশ্রম এবং অনুশীলন করলে, ভুল হলেও সমস্যা নেই। ভুল থেকে শিক্ষা নিতে হবে। সেরা প্লেয়াররাও কিছু না কিছু ভুল করে। ফলে সেসব নিয়ে চাপ নেওয়া যাবে না।” কীভাবে পড়ার সঙ্গে খেলার ভারসাম্য রাখা যায়, তা নিয়ে গম্ভীরকে প্রশ্ন করেন ফুটবলাররা। তাঁর জবাব, “খেলা আর পড়ার মধ্যে কোনও দ্বন্দ্ব নেই। টিভি দেখে বা ফোনে ডুবে থেকে সময় নষ্ট করা চলবে না। আর ঠিকমতো পড়াশোনা করলে সেটা খেলার মাঠেও বিভিন্ন বিষয় বুঝতে সাহায্য করবে।”

গম্ভীরের সঙ্গে সাক্ষাৎ করে খুশি মেহতাবও। জাতীয় ক্রিকেট কোচের থেকে কোচিং টিপস পেয়েছেন এই প্রাক্তন ফুটবলারও। বলছিলেন, “গম্ভীর কিংবদন্তি ক্রিকেটার। দু’বারের বিশ্বজয়ী। এখন জাতীয় দলের কোচ। ওঁর কাছে প্রশ্ন করেছিলাম ভালো কোচ হওয়া নিয়ে। বলল, ভালো কোচ হওয়ার জন্য আগে ভালো মানুষ হতে হবে। নিজের কাজের প্রতি সৎ থাকতে হবে। ছাত্রদের মধ্যে বিভেদ করা যাবে না। সবাইকে সমান সুযোগ দিতে হবে।” সবমিলিয়ে মিনিট কুড়ি গম্ভীরের ক্লাসে ছিলেন খুদে ফুটবলাররা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তিনি দু’বারের বিশ্বজয়ী ক্রিকেটার। বর্তমানে জাতীয় ক্রিকেট দলের কোচ।
  • ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টের জন্য এসেছেন কলকাতায়।
  • আর ফ্রিডম সিরিজের প্রথম ম্যাচে নামার আগে তাঁর কাছে ক্লাস করে গেল খুদে ফুটবলাররাও।
Advertisement