shono
Advertisement

Breaking News

Gurpreet Singh Sandhu

বাংলাদেশ ম্যাচের পরই সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ বার্তা গুরপ্রীতের, বিঁধলেন বিশালকে?

পরে অবশ্য পোস্টটি তুলেও নেন গুরপ্রীত।
Published By: Arpan DasPosted: 04:03 PM Mar 26, 2025Updated: 04:03 PM Mar 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাচ শুরুর পাঁচ সেকেন্ডের মধ্যেই ভুল! বাংলাদেশের বিরুদ্ধে বিশাল কাইথের পারফরম্যান্সে ক্ষুব্ধ ভারতের কোচ মানোলো মার্কুয়েজ। কিন্তু এদিন সোশাল মিডিয়ায় ভারতের আরেক গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু যা পোস্ট করলেন, তা দেখে অনেকেই অবাক। মনে করা হচ্ছে পোস্টটি বিশালকে উদ্দেশ্য করেই লেখা।

Advertisement

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ম্যাচ গোলশূন্য ড্র হয়। কিন্তু একাধিকবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন হামজা চৌধুরীরা। ম্যাচের ৫ সেকেন্ডের মধ্যে বল ক্লিয়ার করতে গিয়ে বিপক্ষের পায়ে বল তুলে দেন তিনি। কিন্তু ভাগ্য ভালো যে, বাংলাদেশের প্লেয়ার সেটা সাইডের নেটে মারেন। এখানেই শেষ নয়। ম্যাচের ১১ মিনিটে ফের একই রকম ভুল করেন মোহনবাগানের গোলকিপার। সেক্ষেত্রে গোললাইন থেকে বল ক্লিয়ার করেন শুভাশিস বোস।

পরে অবশ্য গোলপোস্টের তলায় বিশাল ভরসাই জুগিয়েছেন। কিন্তু গুরপ্রীত যে পোস্ট করলেন, তাতে মনে করা হচ্ছে সেটা বিশালকে খোঁচা দিয়েই। এদিন বেঙ্গালুরু এফসি'র গোলকিপার পাঞ্জাবি ভাষায় একটি বার্তা দেন। যার অর্থ, 'একটা পার্থক্য তো আছেই'। সঙ্গে গোলকিপিং করা অবস্থায় নিজের একটি ছবি। যা দেখে অনেকেই মনে করছেন এই পোস্টটি বিশালের 'ভুল'কে উদ্দেশ্য করেই। পরে অবশ্য পোস্টটি তুলেও নেন গুরপ্রীত।

তবে যে বার্তাই দিন না কেন, সমর্থকরা বিশালের পাশেই দাঁড়াচ্ছেন। এবার গুরপ্রীতকে টপকে জাতীয় দলের প্রথম একাদশে সুযোগ পেয়েছেন বিশাল। ভুল করলেও মানোলো আমলের দুটি ম্যাচের দুটিতেই ক্লিনশিট বিশালের নামে। গুরপ্রীতকে টপকে আইএসএলে সবচেয়ে বেশি ক্লিনশিটও বিশালের। তাছাড়া, ভালো পারফরম্যান্স যেমন আছে, গুরপ্রীতের ভুলের সংখ্যাও কম নয়। ২০১৯-এ এই বাংলাদেশের বিরুদ্ধেই যুবভারতীতে তাঁর ভুল থেকে গোল হয়েছিল। সেই প্রসঙ্গও তুলে আনছেন অনেকে। অন্যদিকে ভারতের কোচ বিশালের ভুলের কথা স্বীকার করেও বলছেন, গোটা দলই খারাপ খেলেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ম্যাচ শুরুর পাঁচ সেকেন্ডের মধ্যেই ভুল! বাংলাদেশের বিরুদ্ধে বিশাল কাইথের পারফরম্যান্সে ক্ষুব্ধ ভারতের কোচ মানোলো মার্কুয়েজ।
  • কিন্তু এদিন সোশাল মিডিয়ায় ভারতের আরেক গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু যা পোস্ট করলেন, তা দেখে অনেকেই অবাক।
  • মনে করা হচ্ছে পোস্টটি বিশালকে উদ্দেশ্য করেই লেখা।
Advertisement